জুসেফ খানের ছড়া: আল্লাহ الله
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২১, ৭:১৬:৫০ অপরাহ্ন
আল্লাহ الله
▪️জুসেফ খান
আল্লাহ এক ও অদ্বিতীয়
নাই তুলনা যাঁর ।
সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা তিঁনি
যাঁর ক্ষমতা অপার ।
আর-রহমান, আর-রাহীম,
তিঁনি আল মু’মিন ।
আল-আ’জীজ, আল-জাব্বার,
তিঁনি আল-মুহাইমিন ।
আর-রজ্জাক্ব, আল-বারী,
তিঁনি আল-গফ্ফার,
আল-ওয়াহ্হাব, আল-ফাত্তাহ,
তিঁনি আল-ক্বাহার ।
আল-বাসিত, আল-হা’কাম
তিঁনি আল-মাজীদ ।
আল-লাতীফ, আল-বাছীর
তিঁনি আল ওয়াজিদ।
আল-আ’দল, আল-খ’বীর
তিঁনি আল-গণিই’।
আল-গফুর, আশ্-শাকুর,
তিঁনি আল-মানিই’
আল-মুক্বীত, আল-মুজীব,
তিঁনি আল-মালিক।
আর-রক্বীব, আল-জালীল,
তিঁনি আল-খালিক্ব ।
আল-ওয়াসি,আল-ওয়াদুদ
তিঁনি আল-হা’লীম।
আশ্-শাহীদ, আল-হা’মীদ,
তিঁনি আল-আ’লীম ।
আল-মুহছী, আল-মুঈ’দ
তিঁনি আল-মাতীন ।
আল-মুব্দি’, আল-মুহ’য়ী
তিঁনি আল-বাত্বিন ।
আন্-নূর,আস-সবুর,
তিঁনি আল-হাদী ।
আয্-যর, আল-বার্
তিঁনি আল-বাদীই’ ।
আর-রাশীদ, আল-ওয়ারিস’
তিঁনি আল-মুক্ব্তাদির।
আল-আ’ফঊ, আর-রউফ
তিঁনি আল-ক্বদির ।
যুল-জালালি-ওয়াল-ইকরাম,
তিঁনি আজ-জ’হির ।
আল-হাইয়্যু, আল-ক্বাইয়্যুম,
তিঁনি আল-আখির।
যাঁর হাতে আদমে(আ:) সৃষ্টি
যাঁর তরে আমরা নেই নিঃশ্বাস।
আল্লাহ তিঁনি তাঁর একত্ববাদই
ইসলাম ধর্মের মূল বিশ্বাস।
লেখক পরিচিতি:
জুসেফ খান: ছড়াকার, লেখক