এফবিসিসিআই’র নির্বাচনে অংশ নিবেন সিলেট চেম্বারের ৬ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২১, ৮:৩১:১৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর পরিচালক ও সাধারণ পরিষদের (জেনারেল বডি) সদস্য হিসেবে ৬ জনকে মনোনীত করেছে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি।
৪ মার্চ বৃহস্পতিবার সিলেট চেম্বারের বোর্ড রুম হলে সিলেট চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আবু তাহের মো. শোয়েব এর সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সিলেট চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট মো. তাহমিন আহমদকে এফবিসিসিআই পরিচালক, সাধারণ পরিষদে (জেনারেল বডি) সদস্য হিসেবে চেম্বারের পরিচালক মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান জামিল, চেম্বার এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট চন্দন সাহা, পরিচালক আব্দুর রহমান, আতিক হোসেনের নাম প্রেরণের সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।