করোনায় ইংল্যান্ডে আজ শুক্রবার ৩৪৫ জনের মৃত্যু হয়েছে, আক্রান্ত ৮৫২৩ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০২১, ১১:৪৯:৫৩ অপরাহ্ন
অনুপম ডেস্ক রিপোর্ট: ইংল্যান্ডে আজ শুক্রবার গত ২৪ ঘন্টায় করোনায় ৩৪৫ জনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৫২৩ জন।
মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২২ হাজার ৪১৬ জন।
গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয়েছে ৩২৩ জন। বুধবার ৪৪২ ও মঙ্গলবার ৫৪৮ জন।
আজ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪১ লাখ ৫৩ হাজার ৮৫ জন।
গতকাল বৃহস্পতিবার আক্রান্তের সংখ্যা ছিলো ৮৫২। বুধবার ৯৯৩৮ ও মঙ্গলবার জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ১ কোটি ৯১ লাখ ৭৭ হাজার ৫৫৫ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৭ লাখ ৩৬ হাজার ৩৭ জন।