করোনার টিকা নিয়েছেন জাতির জনকের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:৫৩:২৭ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: করোনা ভাইরাসের টিকা নিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি টিকা নিয়েছেন ।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন। দেশে গত ৭ ফেব্রুয়ারি জাতীয়ভাবে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়। বাংলাদেশ আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেইজে ছবিসহ এই তথ্য জানানো হয়।