বিমানের সিটের নিচ থেকে ১০ কোটি টাকার ১৬০টি স্বর্ণের বার উদ্ধার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৭:২২:৫৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: সোমবার (২২ ফেব্রুয়ারি) সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট তল্লাশি করে ১৭ কেজি ৪৯৬ গ্রাম স্বর্ণের বার বিমানের সিটের গদির নিচে থেকে উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য ১০ কোটি টাকা।
বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইটটি সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ২০ মিনিটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটিতে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা, চট্টগ্রাম কাস্টমস হাউজ ও জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই)।
বাংলাদেশ বিমানের ফ্লাইটটিতে তল্লাশিকালে ১৮ এফ সিট ও ২৬ এ সিটের গদির নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় সোনার বারগুলো পাওয়া যায় বলে জানিয়েছেন শুল্ক গোয়েন্দা অধিদফতরের সহকারী পরিচালক নুর নাহার লিলি ।
পরিত্যক্ত অবস্থায় স্বর্ণের এই বারগুলো পাওয়া গেছে। স্বর্ণ উদ্ধারের এই ঘটনায় কাস্টমস আইন ১৯৬৯ অনুসারে বিভাগীয় মামলা ও একটি ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।