জোর করে হলে প্রবেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৪:৫৮ অপরাহ্ন
অনুপম ডেস্ক: দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার দাবিতে আন্দোলন শুরু হয়েছে; তার প্রভাব ঢাকা বিশ্ববিদ্যালয়েও পড়েছে। সোমবার আবাসিক হল খুলে দেওয়ার দাবিতে ঢাবির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন। এক পর্যায়ে জোর করে হলে ঢুকে পড়েন। ঢাবির শহীদুল্লাহ হলে ঘটেছে এ ঘটনা। হলে অবস্থান নেওয়ার পর সব হল খুলে দেওয়ার দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী এ সময় উপস্থিত ছিলেন।
দুপুরের দিকে ২০-৩০ শিক্ষার্থী ওই হলের এক্সটেনশন শহীদ আতাউর রহমান ভবনের ২১১১ নম্বর রুমে গিয়ে ওঠেন।
বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কয়েকজন সহকারী প্রক্টর, হল প্রশাসন এবং হল সংসদের নেতৃবৃন্দ শহীদুল্লাহ হলে গেছেন তাদের সঙ্গে এখন শিক্ষার্থীদের আলোচনা চলছে।
এ বিষয়ে জানার জন্য হলের সদ্য সাবেক জিএস আব্দুল হাই মো. সৌরভের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, আনুষ্ঠানিকভাবে এরকম কোনো বিষয় সম্পর্কে আমি জানি না। তবে বেশ কিছু শিক্ষার্থী জড়ো হয়ে হল প্রাঙ্গণে আছেন বলে আমি জানতে পেরেছি।
নাম প্রকাশে অনিচ্ছুক হলের একাধিক শিক্ষার্থী জানান, দীর্ঘ এক বছর ধরে তাদের হল বন্ধ। তারা আর বাড়িতে থাকতে পারছেন না। তাই তারা জোর করে হলে উঠে গেছেন।
হলে ঢোকার সময় কর্মকর্তা-কর্মচারীরা বাধা দিয়েছে কি-না জানতে চাইলে তারা বলেন, ‘হল গেটে যারা ছিল, তারা আমাদেরকে দেখার সঙ্গে সঙ্গে নিজেরাই তালা খুলে দিয়েছে।’
শহীদুল্লাহ হলের একজন নিরাপত্তা কর্মী বলেন, ‘প্রথমে একজন শিক্ষার্থী হলের ভেতর থেকে মালামাল নেবে বলে প্রবেশ করে। পরে ৩০-৪০ জন জড়ো হয়ে হলে ঢোকার জন্য জোর করলে আমি তালা খুলে দেই। ‘
এ বিষয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ‘আমরা ইতোমধ্যে হল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। সুত্রঃ সমকাল