৩ কোটি ২০ লাখ রুপিতে কলকাতা নাইট রাইডার্সে সাকিব
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:২৫:০৫ অপরাহ্ন
অনুপম অনলাইন ডেস্ক: বৃহস্পতিবার আইপিএলের নিলামে ৩ কোটি ২০ লাখ রুপিতে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে দলে ভিড়িয়েছেন শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামে সাকিবের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। কেকেআরের পাশাপাশি পাঞ্জাব কিংসও নিলামে সাকিবকে দলে ভেড়াতে আগ্রহী ছিল। তবে শেষ পর্যন্ত ৩ কোটি ২০ লাখ রুপিতে সাকিবকে কিনে নেয় কেকেআর।
আইপিএলের অভিজ্ঞ ক্রিকেটার বাঁ-হাতি অলরাউন্ডার সাকিব। ২০১১ আসর থেকে নিয়মিত আইপিএল খেলছেন তিনি। সর্বশেষ আসরটা অবশ্য নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি।
এখন পর্যন্ত আইপিএলে ৬৩ ম্যাচ খেলে ২১ গড়ে ৭৪৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১২৬.৭। এছাড়া ৭.৪৬ ইকোনমি রেটে ও গড়ে ২৮ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন।