বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১৩,আক্রান্ত ৪৮৫জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ফেব্রুয়ারি ২০২১, ৬:৩৩:৫২ অপরাহ্ন
অনুপম ডেস্ক: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ১৭৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৮৫জন। মোট আক্রান্তের সংখ্যা ৫ লাখ ৩৭ হাজার ৩০ জনে দাঁড়িয়েছে।
ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ ২৪ ঘণ্টায় ৬১১ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৮১ হাজার ৯১৭ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ বুধবার (৩ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে আরো জানানো হয়, ২০৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৩৭২টি নমুনা সংগ্রহ এবং ১৫হাজার ২৭৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ৩৭লাখ ৮ হাজার ৯০৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।