সিলেটে ২ লাখ ২৮ হাজার করোনা ভ্যাকসিন ডোজ পৌঁছেছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ জানুয়ারি ২০২১, ৮:৫৯:২৬ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: আজ রোববার প্রথম দফায় সিলেটে ১৯টি কার্টুনে মোট ২ লাখ ২৮ হাজার করোনা ভ্যাকসিন ডোজ সিলেটে পৌঁছেছে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেটে এসেছে ১৯ কাটুন করোনার ভ্যাকসিন। প্রতিটি কাটুনে ১২০০ ভায়েল করে করোনার ডোজ থাকে। আর প্রতি ভায়েলে রয়েছে ১০ ডোজ করে করোনা টিকা। সেই হিসেবে দুই লাখ ২ লাখ ২৮ হাজার করোনা টিকা এসেছে।
সিলেট জেলা ও সিলেট মহানগরীতে মোট ১৫৩টি ভ্যাক্সিনেশন সেন্টার প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে সিলেট জেলায় ১২৮টি এবং মহানগরীতে রয়েছে ২৫টি ভ্যাক্সিনেশন সেন্টার। এখন পর্যন্ত নির্দিষ্ট দিন-তারিখ ঠিক না হলেও আগামী ৭ ফেব্রুয়ারি এসব টিকা প্রয়োগ করা হবে ধারণা করা হচ্ছে।
সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, ভ্যাকসিন প্রয়োগে চলছে প্রশিক্ষণ। প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মীরা টিকাদানের প্রশিক্ষণ নিচ্ছেন। এরপর আগামী তিন ও চার তারিখ তাদেরকে আরও ৪ জন বিশেষ প্রশিক্ষক প্রশিক্ষণ দেবেন।
এদিকে প্রাথমিক পর্যায়ে সিলেট নগরীতে ১৩টি জায়গায় করোনা ভ্যাক্সিনেশন সেন্টার পূর্ণাঙ্গ প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদ উদ্দিন। এর মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪টি বুথ, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৮টি বুথ, বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে একটা বুথ থাকবে।