বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় ১৫ জনের মৃত্যু: আক্রান্ত ৮৮৭
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৭:৪২:৩৭ অপরাহ্ন
অনুপম অনলাইন রিপোর্টার: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৮৭ জনের।
নতুন করে রোগী শনাক্ত হয়েছে ৫০৯ জন। মোট শনাক্ত ৫ লাখ ৩৩ হাজার ৯৫৩ জনে দাঁড়িয়েছে। ২৪ ঘণ্টায় ৫০৯ জন এবং এখন পর্যন্ত ৪ লাখ ৭৮ হাজার ৫৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।
আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।