ভোগান্তি: শিহাবুজ্জামান কামাল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২১, ৬:৩৫:৪৪ অপরাহ্ন
ভোগান্তি
শিহাবুজ্জামান কামাল
প্রোবাসীদের কষ্টের কথা
কেউ কী ভাবেনা
বিমানবন্দর নামলে তাঁদের
হয় বিড়ম্বনা।
কোয়ারিন্টেনের নামে চলে
নানা ভোগান্তি
উৎকণ্ঠাতে সবাই থাকে
হারায় যে শান্তি।
কোরনার এই অজুহাতে
মানুষ অসহায়
কুচক্রীরা তাদের নিয়ে
মেতে ব্যবসায়।
প্রবাসীদের নিরাপত্তায়
বাড়ছে হতাশা
তাদের নিয়ে কেন যে আজ
এত তামাশা।
আন্দোলনে মেতে ওঠো
প্রবাসীরা সব
নিন্দা আর প্রতিবাদ জানাই
যত প্রতারক।
লেখক পরিচিতি: