মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে ১,২০০ পরিবারকে শীতবস্ত্র বিতরণ
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২১, ২:১৯:১৪ অপরাহ্ন
অনুপম প্রতিনিধি: সিলেটের মোগলাবাজার ও দাউদ পুর ইউনিয়নে মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের উদ্যোগে চার দিনে ১২০০ হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে ।
দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের কৃতি সন্তান জালালাবাদ এসোসিয়েশন সৌদি আরবের সভাপতি, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, বিশিষ্ট শিল্পপতি জনাব আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসাইনের নিজ অর্থায়নে পরিচালিত ‘মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টে’র উদ্দ্যাগে মোগলাবাজার ও দাউদ পুর ইউনিয়নে ১৫,১৬,১৮ ও ২০ জানুয়ারী চারদিনে ১,২০০ টি হতদরিদ্র অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র ও কম্বল বিতরণে উপস্থিত ছিলেন মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের সহ সভাপতি দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যাপক মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক রেঙ্গা হাজীগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জাহেদুল ইসলাম দারা, ট্রাষ্টের যুগ্ম সাধারণ সম্পাদক সমাজকর্মী আব্দুল মুমিন, সাংগঠনিক সম্পাদক মোগলা বাজার সানফ্লাওয়ার কিন্ডারগার্টেন স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাব উদ্দিন শিহাব, সহ সাংগঠনিক সম্পাদক আলী আহমেদ রাজু, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম মঞ্জু , শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রফিকুল ইসলাম, ধর্ম সম্পাদক মাওলানা আব্দুল মুমিন রাজন, নির্বাহী সদস্য দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম মুশিক, রেঙ্গা হাজীগঞ্জ ইকবাল একাডেমির প্রধান শিক্ষক শামীম আহমদ,রোটারিয়ান নিজাম উদ্দিন, আফতাব উদ্দিন, রুহুল ইসলাম তালুকদার, রায়হান আহমদ, নাহিয়ান ইবনে কাপ্তান, শাকিল মাহমুদ মইন, শহিদুল ইসলাম, আরিফ আহমদ, আদিল হোসেন সহ এলাকার মুরব্বিয়ান ও যুবসমাজ।
ট্রাস্টের কর্মকর্তারা বলেছেন, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের পক্ষ থেকে পর্য়ায়ক্রমে দক্ষিণ সুরমা সহ সিলেটের বিভিন্ন অঞ্চলে অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র ও কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে অতিথি বৃন্দ বলেছেন, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্ট যেভাবে দরিদ্র অসহায়দের পাশে দাঁড়িয়েছে, আশাকরি এই ধারা সবসময় অব্যাহত থাকবে।
অতিথিবৃন্দ মহান আল্লাহর নিকট প্রার্থনা করে বলেছেন, মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্টের এই দান কে কবুল করে আল্লাহ তায়ালা যেন আলহাজ কাপ্তান হোসেনকে আর্ত মানবতার সেবায় সব সময় কাজ করার তাওফিক দান করেন ।
উল্লেখ্য: মোহাম্মদ কাপ্তান হোসেন সমাজ কল্যাণ ট্রাষ্ট মহামারী করোনা পরিস্থিতির প্রথম থেকেই দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন ইউনিয়ন সহ সিলেটের বিভিন্ন অঞ্চলে খাদ্য সামগ্রী, ঔষধ, মাস্ক, স্যানিটাইজ্যার, নগদ অর্থ সহ শীতবস্ত্র অসহায় মানুষদের মাঝে বিতরণ করেছে।