সমাজসেবী আলহাজ্ব খলিলুর রহমানের ইন্তেকাল : সকলের দোয়া কামনা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২১, ৩:০০:৪৮ অপরাহ্ন
লন্ডনের ব্রিকলেনে দীর্ঘদিন বসবাসকারী ও সমাজসেবী, ধর্মপ্রাণ ব্যক্তিত্ব আলহাজ্ব খলিলুর রহমান (৮৪) ২০ জানুয়ারি ভোরে রয়েল লণ্ডন হাসপাতালে ইন্তেকাল করেছেন ।(ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
মরহুম খলিলুর রহমান ছিলেন বিলেতে বাঙালী কমিউনিটির প্রবীন ও সংগ্রামী নেতা। মরহুম আলহাজ্ব তৈয়বুর রহমানের ছোট ভাই। আলহাজ্ব খলিলুর রহমান ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নিজ ভাইয়ের সাথে জনমত গঠন ও ফাণ্ড গঠনে সার্বিক সহযোগিতা করেন। তিনি বর্ণবাদী গুণ্ডাদের ব্রিকলেনে বিভিন্নভাবে মোকাবিলা করেন। নীরবে সমাজ সেবা ও মসজিদ-মাদ্রাসার খেদমত করে গেছেন। মরহুম খলিলুর রহমান ইষ্টহামে বসবাস করতেন ।মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে, তিন মেয়ে, নাতি নাতনী ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন ।মরহুমের পৈত্রিক নিবাস ছিল ,জগন্নাথপুর উপজেলার হাসন ফাতেমাপুর গ্রামে।
লন্ডন সুরমা ট্রেভেলসের অন্যতম মালিক জনাব আখলাকুর রহমান খসরুর পিতা এবং কৃতি ফুটবলার মাতাব উদ্দিন, কমিউনিটি নেতা মুজিবুর রহমান ও জামাল খানের শশুড়। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন পরোপকারী, পরহেজগার ও অমায়িক ব্যবহারের অধিকারী। তিনি সব সময় হাসিমুখে কথা বলতেন। পরিবারের পক্ষ থেকে কমিউনিটির সকলের দোয়া কামনা করা হয়েছে।