করোনায় ইংল্যান্ডে সর্বোচ্চ মানুষ প্রাণ হারিয়েছে আজ: মৃত্যু ১,৬১০ আক্রান্ত ৩৩,৩৩৫
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ জানুয়ারি ২০২১, ২:২১:২১ অপরাহ্ন
অনুপম রিপোর্ট: ইংল্যান্ডে করোনাভাইরাসে মৃত্যু ও আক্রান্তের হার ছিলো সর্বোচ্চ। আজ ১৯ জানুয়ারী মঙ্গলবার গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসের কারণে ১,৬১০ জন মানুষ প্রাণ হারিয়েছেন। এ যাবৎ কালের মধ্য করোনাভাইরাসে এক দিনে সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। আজ আক্রান্ত হয়েছেন ৩৩ হাজার ৩৩৫ জন।
গত সপ্তাহে বুধবার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড করা হয়েছিল ১,৫৬৪ জন।
মৃত্যু: গতকাল সোমবার করোনাভাইরাসে প্রাণ হারিয়েছিলেন ৫৯৯ জন, এবং রবিবার ৬৭১ জন ও শনিবার ১২৯৫ জন।
ইংল্যান্ডে কোভিড-১৯ এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে ৯১ হাজার ৪৭০ জন।
আক্রান্ত: গতকাল সোমবার করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিলো ৩৭হাজার ৫৩৫, রবিবার ছিলো ৩৮,৫৯৮ জন এবং শনিবার আক্রান্ত হয়েছিলেন ৪১ হাজার ৩৪৬ জন।
এই পর্যন্ত ইংল্যান্ডে কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন ৩৪,৬৬,৮৪৯ জন। (দা গার্ডিয়ান)