হাবড়া বাজার চ্যাম্পিয়ন্স লীগ ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতার ২য় পর্বের উদ্বোধন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২১, ৬:১৯:০১ অপরাহ্ন
অনুপম রিপোর্ট : বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বিশ্বনাথ উপজেলার ঐতিহ্যবাহী হাবড়া বাজার চ্যাম্পিয়ন্স লীগ’২০২১ এর ক্রিকেট ম্যাচ প্রতিযোগিতার ২য় পর্বের খেলার উদ্বোধন করা হয়েছে। ১৬ জানুয়ারি শনিবার দুপুরে স্থানীয় হাবড়া বাজার মাঠে দর্শক ও প্রতিযোগীদের উপস্থিতিতে চ্যাম্পিয়ন্স লীগের শুভ উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
হাবড়া বাজার চ্যাম্পিয়ন্স লীগের সভাপতি আব্দুল জাহেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ নিজামুল হকের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ নবগঠিত পৌরসভার কাউন্সিলার প্রার্থী শাখাওয়াত হোসেন, মোঃ রমজান আলী, বিশ্বনাথ পৌরসভার সহায়ক কমিটির সদস্য আমির আলী, মহিলা সদস্য রেসনা বেগম, দৌলতপুর ইউ/পি সদস্য শাহীন তালুকদার, প্রবাসী ও ক্রেস্ট দাতা সোলেমান আলী (মাছুম), হাবড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আরফাত আলী, সমাজসেবী ডাঃ বিভাংশু গুন (বিভু), হাবড়া বাজার চ্যাম্পিয়ন্স লীগের সহ-সভাপতি মো: ইরন মিয়া, মো: আশরাফ উদ্দিন, মোঃ কামাল হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, মোঃ নাজিম উদ্দিন, মোঃ ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকারিয়া আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস ছামাদ লিমন, মোঃ মঈন উদ্দিন, কোষাধ্যক্ষ সেজুল হোসেন, প্রচার সম্পাদক শহিদুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক সোহেল মিয়া,ক্রিড়া সম্পাদক মোঃ মইনুল হক, সহ-ক্রীড়া সম্পাদক মোঃ রাশেদ মিয়া, ফয়ছল আহমেদ ও মোঃ শাহ আলম, যুব সংগঠক হেলাল মিয়া, সায়েক আহমদ ও আব্দুর রউফ প্রমূখ।