রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে আ.লীগ প্রার্থীসহ ৩ জনের মনোনয়নপত্র বাতিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ জানুয়ারি ২০২১, ৮:৩১:১১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশা পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন চারজন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১১ জন ও কাউন্সিলর পদে ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুর রহমান বলেন, ঋণখেলাপি হওয়ায় ওয়াজেদ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া কাউন্সিলর পদে দুজনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।
মেয়র পদে চারজনের মধ্যে একজন আওয়ামী লীগের, একজন বিএনপির ও দুজন স্বতন্ত্র প্রার্থী। বাকি তিন প্রার্থী হলেন বিএনপির রইচ উদ্দিন খান এবং স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক ফরহাদ ও মো. ইদ্রিস আলী।
আওয়ামী লীগের প্রার্থী ওয়াজেদ আলী সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি। রইচ উদ্দিন পৌর বিএনপির সদস্যসচিব। ফজলুল হক উপজেলা যুবলীগের আহ্বায়ক। অপরজন ইদ্রিস আলী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাংশা পৌরসভায় মোট ভোটার ২৪ হাজার ৩১৩ জন। তাঁদের মধ্যে পুরুষ ১২ হাজার ১১৩ ও নারী ১২ হাজার ২০০ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১০ জানুয়ারি। পরের দিন প্রতীক বরাদ্দ করা হবে। ৩০ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।