জগদিশপুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার অভিষেক অনুষ্ঠান ও উপদেষ্টা পরিষদ গঠন সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২১, ১২:৩৮:১৯ অপরাহ্ন
৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ মাগরিব বিশ্বনাথ উপজেলার জগদিশপুর জামে মসজিদে সংস্হার সভাপতি হাফেজ মনসুর আহমদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোশাররফ হোসাইন এর পরিচালনায় উপদেষ্টা কমিটি ও অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রচার সম্পাদক হাফেজ বদরুল আমিন।
অনুষ্ঠানের উপস্থিত ছিলেন আলিমে দ্বীন মাওলানা আব্দুল খালিক, বিশিষ্ট মুরুব্বী হাজী আঃ সাওার, বিশিষ্ট মুরুব্বী ফজলু মিয়া, জনাব মুজিবুর রহমান, জনাব আঃ সালাম, মনসুর আহমদ, মোশাররফ হোসাইন, ফরহাদ আহমদ বদরুল আমিন, আঃ কুদ্দুস, হামিম আহমদ, সাজিদুর রহমান, তানভীর আহমদ, নাইম আহমদ, ইমাদ উদ্দিন, আঃ শহিদ, শহিদুল ইসলাম, লোকমান আহমদ,তোফায়েল আহমেদ, সুলেমান আহমদ, তাসলিম আহমদ, বুরহান উদ্দিন মোস্তফা সহ প্রমুখ।
সংস্হার দায়িত্বশীলদেরকে শপথ বাক্য পাঠ করান উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল খালিক সাহেব।
উপদেষ্টা পরিষদের সম্মানিত উপদেষ্টাগণ হচ্ছেন,মাওলানা আব্দুল খালিক, হাজি আব্দুর রউফ, হাজি আব্দুস সাওার, হাফিজ জমির আলী, আব্দুল কাদির ক্যাশিয়ার, ফজলু মিয়া, মুজিবুর রহমান, সফিক আলী, আব্দুস সালাম, আব্দুল হাকিম , হাফিজ ইসলাম উদ্দিন।
মাওলানা আব্দুল খালিক হুজুরের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।