জাতীয় প্রেস ক্লাব নির্বাচন সম্পন্ন : সভাপতি ফরিদা ইয়াসমিন, সম্পাদক ইলিয়াস খান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩১ ডিসেম্বর ২০২০, ৯:৫৯:৩৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক : জাতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম বারের মতো নারী সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ভোট পেয়েছেন ৫৮১। তার প্রতিদ্বন্দ্বি ছিলেন সবুজ-ইলিয়াস পরিষদের কামাল উদ্দিন সবুজ। তিনি পেয়েছেন ৩৯৫ ভোট। ফরিদা ইয়াসমিন মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরামের প্যানেল থেকে নির্বাচন করেন। অন্যদিকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে ইলিয়াস খান। তিনি পেয়েছেন ৫৬৬ ভোট।
এছাড়া সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হয়েছেন হাসান হাফিজ। যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাইনুল আলম। কোষাধ্যক্ষ নিবাচিত হয়েছেন শাহেদ চৌধুরী।
আজ বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের নির্বাচন সম্পন্ন হয়। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়। রাতে নির্বাচনের ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি।
জাতীয় প্রেসক্লাবের এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দুটি প্যানেল মুক্তিযুদ্ধের চেতনার সাংবাদিক ফোরাম এবং সবুজ-ইলিয়াস পরিষদ অংশ নেয়। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন নির্বাচনে।