কামরান চৌধুরী বড়লেখা পৌরসভার মেয়র নির্বাচিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৯ ডিসেম্বর ২০২০, ৭:০৬:৩০ অপরাহ্ন
আবুল ইমাম মো: কামরান চৌধুরী মৌলভীবাজারের বড়লেখা পৌরসভা নির্বাচনে পুনরায় মেয়র নির্বাচিত হয়েছেন । আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তিনি নির্বাচনে প্রতিদ্ধন্ধীতা করেন ।
নৌকা প্রতীক নিয়ে কামরান চৌধুরী পেয়েছেন পেয়েছেন ৫ হাজার ৯৭৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. সাইদুল ইসলাম মুঠোফোন প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৮৬ ভোট।
অপরদিকে বিএনপি মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৫৯৪ ভোট।
বড়লেখা পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ৪৪৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ হাজার ৫২৩ জন ও মহিলা ভোটার হলেন ৭ হাজার ৯২০ জন। ১০টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোট পড়েছে ৯ হাজার ৬৫৮। বাতিল ভোট হয়েছে ১৮টি। বৈধ হয়েছে ৯ হাজার ৬৫৮। ৬২.৬৫ শতাংশ ভোটার ভোট দিয়েছেন।
জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মো. আলমগীর হোসেন রাত সাড়ে ৭টার দিকে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন।
২৮ ডিসেম্বর সোমবার বড়লেখায় প্রথম ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে বড়লেখা পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ১০টি কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তা ব্যবস্থায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়।