শিক্ষাবিদ নুরুল আম্বিয়া চৌধুরী ও খলিলুর রহমান স্মরণে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৭ ডিসেম্বর ২০২০, ১২:৪০:২৩ অপরাহ্ন
অনুপম রিপোর্ট : কানাইঘাট উপজেলার দুই প্রবীণ শিক্ষাবিদ কানাইঘাট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল আম্বিয়া চৌধুরী ও খলিলুর রহমান স্যার স্মরণে ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে।
শুক্রবার, ২৫শে ডিসেম্বর লন্ডন সময় সন্ধ্যা ৪.৩০ মিনিটে শুরু হয় এই ভার্চুয়াল স্মরণসভা। স্মরণসভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্যস্থ কানাইঘাটবাসীর প্রতিনিধিত্বকারী সংগঠন কানাইঘাট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের সভাপতি একেএম শামসুজ্জামান বাহার। ভার্চুয়াল এই স্মরণসভায় বিশ্বের বিভ্ন্নি দেশ থেকে প্রায় শতাধিক কানাইঘাটবাসী অংশ নেন। সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রশিদ আহমদ ও সারওয়ার কবিরের পরিচালনায় স্মরণসভায় বক্তারা বলেন, মরহুম নুরুল আম্বিয়া চৌধুরী ও খলিলুর রহমান স্যার ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। ভার্চুয়াল স্মরণসভায় দুই শিক্ষককে মানবিক সমাজ নির্মাণের শিক্ষক হিসেবে অবিহিত করা হয়।
ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া মাহফিলে কানাইঘাট উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভার্চুয়াল স্মরণসভায় বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সড়ক ও সেতু মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব বিআরটিসির চেয়ারম্যান জনাব এহসানে এলাহী খোকন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশিক উদ্দীন চৌধুরী, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন ঢাকা দক্ষিণ-এর ডিজিএম শফিউল আলম বাবুল,কানাইঘাট সরকারী কলেজের উপাধ্যক্ষ লুকমান হোসেন,কানাইঘাট পৌরসভার মেয়র জনাব নিজাম উদ্দীন আল মিজান,বিশিষ্ট রাজনীতিবিদ জনাব জামাল উদ্দীন,কানাইঘাট সরকারী কলেজের অধ্যাপক হাবিব আহমদ,
যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব ইজ্জত উল্লাহ, যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট একাউন্টেট জনাব ফারুক আহমদ, সিলেট আম্বরখানা গার্লস হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক জনাব আবদুল হান্নান, প্রখ্যাত গ্রাফিক্স ডিজাইনার লেখক ও কবি জনাব নুরুল কবির চৌধুরী সাবু, বিশিষ্ট ব্যবসায়ী জনাব একেএম শহীদুজ্জামান শিবলী, প্রফেসর ডা. কাজী শাহ আলম (এফসিপিএস), যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট একাউন্টেট জনাব মিসবাউল করিম, যুক্তরাজ্য প্রবাসী প্রফেসার জনাব জাকি মোস্তফা টুটুল, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এডিশনাল রেজিষ্ট্রার জনাব একেএম ফজলুর রহমান, সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক জনাব মোস্তফা মামুন, রাজনীতিবিদ মাসুক আহমদ, রাজনীতিবিদ জনাব কেএইচএম আব্দুল্লাহ, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক ফেরদৌসি বেগম শিরিন, বিশিষ্ট ব্যাংকার রাজনীতিবিদ মো: জাকারিয়া, আমেরিকা প্রবাসী জনাব শরীফ উদ্দীন আহমদ চৌধুরী, জনাব আবুল কালাম আজাদ, জনাব ফারুক চৌধুরী, সিলেট জর্জ কোর্টের এপিপি এডভোকেট জনাব আবদুস সাত্তার, ঢাকা জর্জ কোর্টের আইনজীবি এডভোকেট আব্দুল খালিক, কানাডা প্রবাসী প্রকৌশলী জনাব ইউনুস আহমদ, জনাব এডভোকেট কামরুল ইসলাম, জনাব শফিউল আলম জাকারিয়া, স্পেন প্রবাসী বাবলু বাবুল,ওমান প্রবাসী মোহাম্মদ আজিজ, সৌদী প্রবাসী ফরিদ কবীর, তাজির আহমেদ, বিশিষ্ট ব্যাংকার জনাব গিয়াস উদ্দীন আহমদ চৌধুরী, কানাইঘাট সরকারী কলেজের শিক্ষক জনাব ওলিউর রহমান, বাংলা ওভারসীজ-এর সিই্ও জনাব হুমায়ুন কবির, প্রফেসার আফসার উদ্দীন আহমদ চৌধুরী, আকরাম হোসাইন, শুয়েব আহমদ, কাজী গিয়াস উদ্দীন প্রমূখ ।
সভায় বক্তারা বলেন, নুরুল আম্বিয়া চৌধুরীর ছিলো শিক্ষকতার বর্ণাঢ্য জীবন। একজন আদর্শ শিক্ষক বলতে যা বোঝানো হয় তার সবটুকুই ছিলেন নুরুল আম্বিয়া চৌধুরী। সদালাপী মানুষ নুরুল আম্বিয়া চৌধুরী গণমানুষের চেতনা বিকাশে কাজ করেছেন। মানুষের মুক্তির জন্য রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছেন।
শিক্ষাবিদ মরহুম খলিলুর রহমানকে একজন মানবদরদী শিক্ষক হিসেবেও অবিহিত করা হয় ভার্চুয়াল স্মরণসভায়। তাঁর প্রাক্তণ ছাত্ররা বলেন, তিনি সবসময় সাধারণ মানুষের কথা চিন্তা করতেন। সমাজ উন্নয়নের কথা ভাবতেন। তিনি জীবনভর কাজ করেছেন শিক্ষা নিয়ে। মরহুম খলিলুর রহমান একজন গুনী এবং আদর্শবান শিক্ষক হিসেবে বেঁচে থাকবেন মানুষের হৃদয়ে।
ভার্চুয়াল স্মরণসভা ও দোয়া মাহফিলে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন দারুল উলুম দারুল হাদীস মাদ্রাসার শিক্ষক হাফিজ মাওলানা নাজির আহমদ, শাহীন আহমদ ও নাবিহা কাওসার। দোয়াপরিচালনা করেন কানাইঘাট দারুল উলুম মাদ্রাসার শিক্ষক মাওলানা বদরুল ইসলাম ফারুক ও কানাইঘাট ওয়েলফেয়াার এসোসিয়েশন ইউকের চ্যারেটি সেক্রেটারী ফাহাদ আহমদ।
স্মরণ সভায় বক্তব্য রাখেন শিক্ষাবিদ মরহুম খলিলুর রহমান স্যারের ছেলে যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট একাউন্টেট একেএম জালাল উদ্দীন বাবলু, ছোট ছেলে ফিনল্যান্ড প্রবাসী এ এফ এম জামাল উদ্দীন রাজু, শিক্ষাবিদ মরহুম নুরুল আম্বিয়া চৌধুরীর ছেলে ঢাকাস্থ একুশে টেলিভিশনের জয়েন্ট নিউজ এডিটর বদরুল আলম চৌধুরী বুলবুল।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কানাইঘাট ওয়েলফেয়ার এসোসেয়েশন ইউকের প্রতিষ্ঠাতা সভাপতি কৃষিবিদ নিজাম উদ্দীন আহমদ চৌধুরী, সংগঠনের সহ সভাপতি রফিকুজ্জামান ফারুক,শামীম আহমদ শামুল, আলী হায়দর চৌধুরী শামীম,শুয়েবুর রহমান, সাহাব উদ্দীন হারুন যুগ্ম সম্পাদক আব্দুর রহমান বুলবুল, নাজমুল হোসাইন, মাহতাবুর রহমান, রুকনুল কবির রুকন, ট্রেজারার কামাল উদ্দীন,সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক একলিমুর রাজা চৌধুরী মান্না, প্লানিং এন্ড ডেভোলাপমেন্ট সেক্রেটারী মাসুম আহমদ,আইটি সেক্রেটারী কাওসার আহমদ,এমপ্লয়মেন্ট সেক্রেটারী মোস্তফা কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ, পাবলিক রিলেশন সেক্রেটারী ইকবাল আহমদ চৌধুরী, সম্মানিত সদস্য নুরুল আলম,নুরুল হুদা,কামরুল ইসলাম প্রমূখ।