লন্ডনে এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘রিইউনিয়ন সাগা’ অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৬ ডিসেম্বর ২০২৫, ১২:৫৩:৩৫ অপরাহ্ন
লন্ডন অফিস : এসএসসি ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে সামাজিক সংগঠন ‘আমরাই কিংবদন্তি’-এর উদ্যোগে ‘রিইউনিয়ন সাগা’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ইস্ট লন্ডনের আইল্যান্ড হাউস কমিউনিটি সেন্টারে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে বর্ণাঢ্য এই আয়োজন সম্পন্ন হয়।
২০০০ সালে এসএসসি পাস করা বন্ধুদের নিয়ে গঠিত ‘আমরাই কিংবদন্তি’ গ্রুপটির যাত্রা শুরু হয় ২০১৭ সালের ১৫ নভেম্বর। বর্তমানে গ্রুপটির সদস্য সংখ্যা ৫৩ হাজারেরও বেশি। “মানবতার কল্যাণে কিংবদন্তি সবখানে”—এই স্লোগানকে সামনে রেখে সংগঠনটি সুদৃঢ় বন্ধুত্বের বন্ধন অটুট রাখার পাশাপাশি নিয়মিত সামাজিক ও মানবিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছে।
যুক্তরাজ্যে অবস্থানরত গ্রুপটির অ্যাডমিন প্যানেলের সোহাগসহ অন্যান্য সদস্যদের উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সার্বিক সহযোগিতায় ছিলেন লিজা, নাহিদা, মায়েন ও জাকিয়াসহ আরও অনেকে।
অনুষ্ঠানে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় সংগীত ও নৃত্যশিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশনা করেন। এ ছাড়া সদস্যদের জন্য বিভিন্ন গেমস ও বিনোদনমূলক পর্ব, শিশুদের জন্য নানা প্রতিযোগিতা, র্যাফেল ড্র এবং পুরস্কার বিতরণী আয়োজনটি আরও প্রাণবন্ত করে তোলে।
আয়োজকরা জানান, এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল যুক্তরাজ্যে বসবাসরত বন্ধু ও তাদের পরিবারগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করা এবং পুরনো স্মৃতিগুলো নতুন করে ফিরিয়ে আনা। তারা আরও জানান, ভবিষ্যতেও ‘আমরাই কিংবদন্তি’ প্ল্যাটফর্মের মাধ্যমে এসএসসি ২০০০ ব্যাচের বন্ধুরা মানবিক, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবে।
