ওসমানী বিমানবন্দর ইস্যুতে প্রবাসীদের বৃহত্তর আন্দোলনের ডাক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৩২:২২ অপরাহ্ন
লন্ডন অফিস: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর এবং সব বিদেশি এয়ারলাইন্স চালুর দাবিতে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
এ উপলক্ষে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৫টায় পূর্ব লন্ডনের গ্রেটারক্স স্ট্রিটস্থ মাইক্রো বিজনেস পার্কে “ক্যাম্পেইন কমিটি ফর ফুল্লি ফাংশনাল ওসমানী ইন্টারন্যাশনাল”-এর উদ্যোগে সর্বদলীয় কমিউনিটি নেতৃবৃন্দের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী এবং পরিচালনা করেন সদস্য সচিব এম এ রব।
সভায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক শাহ মুনিম, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সিভিক মেয়র কাউন্সিলর ফারুক চৌধুরী, যুগ্ম আহ্বায়ক ও যুক্তরাজ্য প্রবাসী অধিকার পরিষদের সভাপতি জামান আহমদ সিদ্দিকী, অর্থ সচিব সলিসিটর ও লেখক মোহাম্মদ ইয়াওর উদ্দিন, কমিউনিটি নেতা ও সাবেক ব্রিটিশ এমপি পদপ্রার্থী সৈয়দ নুরুল ইসলাম দুলু, বীর মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী ও আব্দুর রহিম, বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতা রফিক উল্লাহ, জামাল মিয়া ও আব্দুল মুকিত, সৈয়দপুর শামছিয়া সমিতির সভাপতি সৈয়দ জিল্লুল হক, প্রবীণ কমিউনিটি নেতা হাজী মোহাম্মদ হাবীব, দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতির সভাপতি এডভোকেট মোহাম্মদ আমিরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব খোন্দকার সাইদুজ্জামান সুমন, সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আহবাব মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ উন্নয়ন সংস্থার সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সালিক মিয়া, সাবেক কাউন্সিলর শাহ আলম, যুব নেতা এডভোকেট সাইফুর রহমান পারভেজ, কমিউনিটি নেতা হাজী ফারুক মিয়া, বিশিষ্ট সংগঠক শাহীন রশীদ ও আইনজীবী আমিনুল ইসলাম প্রমুখ।
বক্তারা দীর্ঘদিন ধরে আন্দোলন চলমান থাকা সত্ত্বেও ওসমানী বিমানবন্দরকে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু না করা এবং বিদেশি ফ্লাইট অনুমোদন না দেওয়ায় তীব্র প্রতিবাদ, নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
তারা বলেন, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর সংগঠনের নেতৃবৃন্দ দুই দফায় প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে এই দাবি বাস্তবায়নের অনুরোধ জানিয়েছেন। এ ছাড়া সাংবাদিক সম্মেলন, হাইকমিশনারের সঙ্গে বৈঠক, সিলেটে বিশাল মানববন্ধন, উপদেষ্টাদের কাছে স্মারকলিপি প্রদান এবং জনমত গঠনের লক্ষ্যে বার্মিংহাম, নিউক্যাসল, ব্রাডফোর্ড, লুটন, কার্লাইল, ফক্সটন, সারে ও লেস্টারসহ বিভিন্ন শহরে সভা অনুষ্ঠিত হয়েছে। তবুও প্রবাসীদের এই ন্যায্য দাবি দীর্ঘ ২৩ বছর ধরে উপেক্ষিত রয়ে গেছে।
আরও পড়ুন ⤵
বক্তারা আরও বলেন, বাংলাদেশ বিমানের আকাশচুম্বী ভাড়ার কারণে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজন নিয়ে দেশে যেতে পারছেন না। সরকারের এ আচরণ বৈষম্যমূলক এবং প্রবাসীদের সঙ্গে প্রহসনের শামিল।
দীর্ঘ আলোচনার পর নেতৃবৃন্দ সিলেটবাসীর ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বিশাল জনসভা, মানববন্ধন, বাংলাদেশ হাইকমিশন ঘেরাও, বিমান বয়কট এবং রেমিট্যান্স বন্ধের কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত নেন। এসব কর্মসূচি বাস্তবায়নে সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
সভায় আগামী জানুয়ারি মাসের মধ্যে বিমান ভাড়া হ্রাস, ওসমানী বিমানবন্দর থেকে বিদেশি ফ্লাইট চালুর অনুমতি প্রদান এবং টার্মিনাল ভবনের নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করার জন্য বর্তমান সরকারপ্রধান ড. মুহাম্মদ ইউনূসের প্রতি আহ্বান জানানো হয়
