বানুক করিমা বালুচ স্মরণে লন্ডনে প্রতিরোধ ও ঐক্যের বার্তা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ১:৪৩:০২ অপরাহ্ন
মতিয়ার চৌধুরী, লন্ডন: শহীদ বানুক করিমা বালুচের পঞ্চম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বেলুচ ন্যাশনাল মুভমেন্ট (বিএনএম) শনিবার ২০ ডিসেম্বর সন্ধ্যায় সাউথ ওয়েস্ট লন্ডনের গ্রিনউইচ টাউন হলে এক সেমিনারের আয়োজন করে। এতে রাজনৈতিক নেতা, বুদ্ধিজীবী, মানবাধিকার কর্মী ও বিভিন্ন নিপীড়িত জাতির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বালুচ স্বাধীনতা সংগ্রামের প্রতি সংহতি প্রকাশ করেন। বিশেষ করে সিন্ধি, পশতুন, কাশ্মীরি ও গিলগিট-বালতিস্তান সম্প্রদায়ের প্রতিনিধিদের উপস্থিতি নিপীড়িত জাতিগুলোর মধ্যে ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
সেমিনারের শুরুতে আয়োজক বিএনএম সদস্য মাহগঞ্জ বালুচ ও দুরীন বালুচ অতিথিদের স্বাগত জানান। এরপর শহীদ বানুক করিমা বালুচের জীবন ও সংগ্রাম স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে বেলুচ নারীরা শিল্পী সানজি বালোচ অঙ্কিত করিমা বালুচের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং মোমবাতি প্রজ্বালন করেন।
আরও পড়ুন ⤵
অনুষ্ঠানে “বানুক করিমা: জীবন, সংগ্রাম ও উত্তরাধিকার” শীর্ষক একটি সংক্ষিপ্ত তথ্যচিত্র প্রদর্শন করা হয়, যেখানে তার রাজনৈতিক যাত্রা, নির্ভীক নেতৃত্ব এবং বৈশ্বিক প্রতিরোধের প্রতীক হিসেবে তার ভূমিকা তুলে ধরা হয়। একই সঙ্গে জুরবেশ পাবলিকেশন্স প্রকাশিত “কারিমা বালুচ: ছাত্রনেতা থেকে একটি বিশ্বব্যাপী প্রতিরোধের প্রতীক” শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠান শেষে বানুক করিমার প্রতি উৎসর্গীকৃত একটি গান পরিবেশিত হয়।
সেমিনারে বক্তব্য রাখেন বিএনএম চেয়ারম্যান ড. নাসিম বালুচ, লেখক ও রাজনৈতিক বিশ্লেষক ড. নাসির দাশতি, লন্ডন বিশ্ববিদ্যালয়ের পণ্ডিত ও SOAS দক্ষিণ এশিয়া কেন্দ্রের সদস্য বুর্জিন ওয়াঘমার, বিশ্ব সিন্ধি কংগ্রেস (যুক্তরাজ্য ও ইউরোপ) এর উপ-সংগঠক ফাহমিদা খুশিক, মানবাধিকার কর্মী নূর-ই-মারিয়াম কানওয়ার, পশতুন তাহাফুজ আন্দোলন (পিটিএম)-এর প্রতিনিধি ব্রাখনা সাঈদ এবং বানুক করিমার চাচাতো ভাই মেহলাব কাম্বার।
বিএনএম চেয়ারম্যান ড. নাসিম বালুচ তার বক্তব্যে বলেন, বানুক করিমা বালুচ পাঞ্জাবি-অধ্যুষিত পাকিস্তানকে একটি সামরিক ঔপনিবেশিক নিপীড়নমূলক রাষ্ট্র হিসেবে চিহ্নিত করে গেছেন। তিনি বলেন, বালুচ, সিন্ধি, পশতুন ও কাশ্মীরি জাতির নিপীড়নের মূল কারণ একই রাষ্ট্র কাঠামো। নির্বাসন তার ওপর চাপিয়ে দেওয়া হলেও করিমা জনগণের মর্যাদা ও স্বাধীনতার সংগ্রাম চালিয়ে গেছেন বলে তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন ⤵
ড. নাসিম বালুচ আরও বলেন, বানুক করিমার জীবন ও শাহাদাত পাকিস্তানি রাষ্ট্রের ঔপনিবেশিক চরিত্র উন্মোচন করে। তিনি পশ্চিমা বিশ্বের মানবাধিকার নীতির নির্বাচনী প্রয়োগের সমালোচনা করে বলেন, বেলুচিস্তানসহ বিভিন্ন নিপীড়িত অঞ্চলের দমন-পীড়ন আন্তর্জাতিকভাবে উপেক্ষিত থেকে যাচ্ছে। তিনি জোর দিয়ে বলেন, স্বাধীনতা কোনো চরমপন্থা নয়; এটি একটি মৌলিক মানবিক অধিকার।
লেখক ও বিশ্লেষক ড. নাসির দাশতি বলেন, বানুক করিমা বালুচ বালুচ জাতীয় সংগ্রামের গতিপথ বদলে দিয়েছেন। তিনি নবাব আকবর বুগতির সঙ্গে তার ঐতিহাসিক ভূমিকার তুলনা করে বলেন, করিমা বিশেষত বেলুচ নারীদের রাজনীতি ও প্রতিরোধে সক্রিয় হতে অনুপ্রাণিত করেছেন।
SOAS-এর গবেষক বুর্জিন ওয়াঘমার তার বক্তব্যে বানুক করিমা বালুচের হত্যাকাণ্ডের জন্য পাকিস্তানের তথাকথিত “ডিপ স্টেট”-কে দায়ী করেন এবং এ বিষয়ে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান। আরও তথ্য: https://thebnm.org/seminars/27629/
