গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ ডিসেম্বর ২০২৫, ৬:৫২:৫১ অপরাহ্ন
লন্ডন অফিস: বাংলাদেশের ৫৫তম মহান বিজয় দিবস উপলক্ষে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের উদ্যোগে গত ২৩ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৫টায় পূর্ব লন্ডনের উডহ্যাম কমিউনিটি হলে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সাউথ ইস্ট রিজিওনের চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশীদের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাহ্ শাফি কাদিরের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পৃষ্ঠপোষক ও বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কনভেনর ও কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর, জালালাবাদ অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি আবুল কালাম আজাদ ছোটন, প্রবাসে মুক্তিযোদ্ধা সংগঠক শেখ তাহির উল্লাহ, সাংবাদিক আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, রাজনীতিবিদ গয়াসুর রহমান গয়াস।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সাউথ ওয়েলস রিজিওনাল কনভেনর মুজিবুর রহমান, কেন্ট রিজিওনাল চেয়ারম্যান মুক্তার আলী, ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিশিষ্ট সাংবাদিক আজিজুল আম্বিয়া, সাংস্কৃতিক সংগঠক সৈয়দ কাহের, যুব সংগঠক জুবেল বেলাল, আব্দুল মালিক, আবু তাহের, বদরুল হক মনসুর, আব্দুল মুকিত, শাহীন চৌধুরী, সাজেল আহমেদ, বেলাল মিয়া, শেখ সুমন আহমেদ, আবুল কালাম, রুহেল রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আরও পড়ুন ⤵
সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন হাফিজ জিল্লুর রহমান খান।
বক্তারা বলেন, এই বিজয় আমাদের অহংকার। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা অর্জন করেছি চূড়ান্ত বিজয় ও একটি স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। ১৬ ডিসেম্বর বিজয় দিবস কেবল একটি আনুষ্ঠানিক শুভেচ্ছা নয়—এটি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, মুক্তিযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা এবং প্রিয় মাতৃভূমির প্রতি ভালোবাসার প্রকাশ।
বক্তারা আরও বলেন, বিজয়ের এই দিনে লাল-সবুজের পতাকার নিচে দাঁড়িয়ে আমরা স্মরণ করি সেই অমর ত্যাগ, যে ত্যাগ আমাদের স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে এবং মাথা উঁচু করে নিজের পরিচয়ে বাঁচার শক্তি জুগিয়েছে।
মুক্তিযুদ্ধের ইতিহাস ও বাংলাদেশের গৌরবময় ঐতিহ্য সঠিকভাবে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশ থেকে দূরে থাকলেও হৃদয়ের মাটিতে আমরা আজও রক্তঝরা একাত্তরকে ধারণ করে আছি।
