শ্রীমঙ্গল উপজেলা ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনা ২০২৫-২৬ কাউন্সিল অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ ডিসেম্বর ২০২৫, ৩:২৫:৪৬ অপরাহ্ন
সালেহ আহমদ (স’লিপক): বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার ২০২৫-২৬ কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ১১টায শ্রীমঙ্গল পৌর শহরের ভানুগাছ রোডস্থ টি ভ্যালি পার্টিস সেন্টারে এ কাউন্সিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখার আহবায়ক মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাবেক প্রেসিডিয়াম সদস্য মাওলানা মোল্লা শাহিদ আহমেদ নাঈমী। অনুষ্ঠানের উদ্বোধন করেন আহলে সুন্নাত ওয়াল জামাত কেন্দ্রীয় পরিষদ কো-চেয়ারম্যান পীরে তরিকত মাওলানা মুফতি শেখ শিব্বির আহমেদ। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা সভাপতি মাওঃ আব্দুল মুহিত হাসানী।
বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক ডাঃ মোঃ মামুনুর রশিদ ও ছাত্রসেনা উপজেলা আহবায়ক নাজমুল ইসলাম সাঈদের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী ফ্রন্ট মৌলভীবাজার জেলা সহ-সভাপতি হাফেজ মশাইদ আলী, সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজী মোহাম্মাদ কুতুব উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক মাস্টার মোঃ মইনুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রহিম রেজভী, কমলগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইদুল ইসলাম, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ মৌলভীবাজার জেলা শাখার সদস্য সাংবাদিক আনিসুল ইসলাম আশরাফী।
প্রথম অধিবেশনে উপস্থিত ডেলিগেট, কেন্দ্রীয়, জেলা ও উপজেলা নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাওঃ মোঃ দেলোয়ার হোসেন আলকাদেরীকে সভাপতি, মুফতি হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ও মাওঃ আব্দুল করিমকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
আরও পড়ুন ⤵
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মোঃ আশরাফুল খান রুহেলকে সভাপতি, নূর মোহাম্মদ সাগরকে সাধারণ সম্পাদক, আব্দুল কাইয়ুম জাফুরিকে সাংগঠনিক সম্পাদক ও রুহুল আমিন কাদরীকে সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
তৃতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে ২০২৫-২৬ সেশনের জন্য মাহফুজুর রহমান মামুনকে সভাপতি, শাহ নিয়াজ আহমেদকে সাধারণ সম্পাদক ও মুস্তাকিম আহমদকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৩১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
পরে মিলাদ-ক্বিয়াম শেষে দেশবাসীর জন্য বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
