ক্রয়ডন বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের বিজয় দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৩ ডিসেম্বর ২০২৫, ৩:৫৯:৩২ অপরাহ্ন
লন্ডন প্রতিনিধি: রবিবার বাংলাদেশ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ক্রয়ডনের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অ্যাসোসিয়েশনের নিজস্ব হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি ছিল।
নজমুল হক সাদিক ও উন্মে সালমার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক হাসান ইমাম চৌধুরী, কাউন্সিলর সেরওয়ান চৌধুরী, কাউন্সিলর স্টুয়ার্ট কিং, কাউন্সিলর রেজওয়ানা ডেভিস, সমুজ আলী চৌধুরী, মুজিবুর রহমান আনা সহ আরও অনেকে।
আরও পড়ুন ⤵
বক্তারা মহান স্বাধীনতা যুদ্ধের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরেন।
অনুষ্ঠানে অ্যাসোসিয়েশনের বাংলা স্কুলের কোমলমতি শিক্ষার্থীরা— ইউনূস আবদুল্লাহ, আহনাফ আবেদ, সাইয়ান তৌফিক, জিসান শেখ, নিহান, লাইয়ানা, জারা, লাইবাহ, ইনআয়া ও মারিয়া— তাদের বক্তব্য, ছড়া ও কবিতা আবৃত্তির মাধ্যমে উপস্থিত সকলকে মুগ্ধ করে।
এছাড়া মনোমুগ্ধকর সংগীত পরিবেশনের মাধ্যমে পুরো অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন শিল্পী সিরিওসি দাস ও সুদাংশু দাস।
