সুনামগঞ্জ: ৫ আসনে মনোয়নপত্র সংগ্রহ করেছেন ২১ জন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৫০:১৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারাদেশের মতো সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী আসনেও সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহে নেমেছেন।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রার্থী নিজে কিংবা তার প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র সংগ্রহ করা হচ্ছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার ২২ ডিসেম্বর বিকেল পর্যন্ত সুনামগঞ্জ জেলার পাঁচটি আসন থেকে মোট ২১ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আনিসুল হক এবং ইসলামী আন্দোলনের প্রার্থী মো. রফিকুল ইসলাম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সুনামগঞ্জ-২ আসনে খেলাফত মজলিসের মো. সাখাওয়াত হোসেন মনোনয়নপত্র নিয়েছেন।
সুনামগঞ্জ-৩ আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী কয়ছর এম আহমদ, স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের শেখ মুশতাক আহমদ, জামায়াতে ইসলামীর মো. ইয়াসীন খান, বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ শাহীনুর পাশা চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী হুসাইন আহমেদ, আমার বাংলাদেশ পার্টি (এবি) থেকে সৈয়দ তালহা আলম এবং স্বতন্ত্র প্রার্থী মাহমুদ আলী ও মো. মাহফুজুর রহমান (তুষার)।
সুনামগঞ্জ-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির সাবেক সহসভাপতি দেওয়ান জয়নুল জাকেরীন মনোনয়নপত্র নিয়েছেন। এছাড়া বিএনপি থেকে জেলা আহ্বায়ক কমিটির সদস্য আবুল মনসুর মোহাম্মদ শওকত ও মোহাম্মদ আবিদুল হক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। খেলাফত মজলিসের মো. আমিরুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আজিজুল হকও একই আসনে মনোনয়নপত্র নিয়েছেন।
সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী কলিম উদ্দিন আহমেদ, স্বতন্ত্র প্রার্থী মো. সামিউল হক সানি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ আব্দুল কাদির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার, ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ এবং ১২ ফেব্রুয়ারি সুনামগঞ্জের পাঁচটি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে সামনে রেখে প্রয়োজনীয় সব প্রস্তুতি গ্রহণ করেছে সুনামগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। নির্বাচনী মাঠে সমতা বজায় রাখতে প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনের বিষয়ে ইতোমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রশাসন বদ্ধপরিকর বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. মোহাম্মাদ ইলিয়াস মিয়া।



