‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ১১:৪০:৩৪ অপরাহ্ন
ডেস্ক রিপোর্ট: ১৩ তম জাতীয় সংসদ নির্বাচন ও প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোট সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘সুপার ক্যারাভ্যান’ নামে ১০টি ভোটের গাড়ি আজ দেশব্যাপী যাত্রা শুরু করেছে।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে এসব গাড়ির উদ্বোধন করা হয়। প্রচারণার মূল প্রতিপাদ্য— “দেশের চাবি আপনার হাতে”।
নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয় সাতটি টিভিসি নির্মাণ করেছে; ভবিষ্যতে আরও ৩০টি টিভিসি তৈরির পরিকল্পনা রয়েছে।
