স্বচ্ছতার দাবি ও জনগণের সেবা, দুই পথেই অটল ফয়ছল হোসেন চৌধুরী এমএসপি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ ডিসেম্বর ২০২৫, ২:০৬:৪৯ অপরাহ্ন
লন্ডন অফিস: কঠিন ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী বাছাই প্রক্রিয়ায় জয়লাভের অল্প কিছুদিনের মধ্যেই স্কটিশ লেবার এমএসপি ফয়ছল হোসেন চৌধুরীকে লেবার পার্টির Governance and Legal Unit (GLU) কর্তৃক administrative suspension দেওয়া হয়। এই সাসপেনশন এমন এক সময়ে জারি হয়, যখন নির্বাচনী ফলাফল নিয়ে কিছু পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকদের মধ্যে অসন্তোষ স্পষ্ট ছিল। ফলে প্রশ্ন উঠছে, এই অভিযোগগুলো কি মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত, যার লক্ষ্য এমএসপি ফয়ছল হোসেন চৌধুরীর সুনাম ক্ষুণ্ন করা অথবা ভবিষ্যতে তাঁকে ডি-সিলেক্ট করার পথ তৈরি করা?
উল্লেখ্য, অভিযোগগুলো উত্থাপিত হয় নির্বাচনের ফল ঘোষণার পরপরই। জানা গেছে, পরাজিতের প্রচারণার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত অন্তত একজন ব্যক্তি একই আসনের প্রতি প্রকাশ্যে আগ্রহ দেখাচ্ছিলেন এবং এমএসপি ফয়ছল হোসেন চৌধুরীর কাছে পরাজিত প্রার্থীর একজন সক্রিয় সমর্থক ছিলেন। এসব ব্যাপার অভিযোগের সময় ও উদ্দেশ্য নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপন করে।
সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো, GLU কর্তৃক আরোপিত এই administrative suspension এর তিন মাসেরও বেশি সময় পার হলেও এমএসপি ফয়ছল হোসেন চৌধুরীকে এখনো তাঁর বিরুদ্ধে উত্থাপিত কোনো নির্দিষ্ট অভিযোগ জানানো হয় নি, এমনকি অভিযোগকারীর পরিচয়ও প্রকাশ করা হয়নি। তাঁর কোনো সাক্ষাৎকার নেওয়া হয়নি, তাঁকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেওয়া হয়নি। সাম্প্রতিক সময়ে মিথ্যা বা উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনার একাধিক নজির সামনে আসায়, এই দীর্ঘ নীরবতা ও স্বচ্ছতার অভাব গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন ⤵
এই administrative suspension এর ফলে সংসদীয় কার্যক্রমে কিছু সীমাবদ্ধতা তৈরি হলেও, ফয়ছল হোসেন চৌধুরী তাঁর এলাকার জনগণের সেবা অব্যাহত রেখেছেন। তিনি নিয়মিতভাবে কেসওয়ার্ক পরিচালনা করছেন, স্থানীয় ইস্যুতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে কাজ করছেন এবং বর্তমানে Independent Member of the Scottish Parliament হিসেবে তাঁর নির্বাচনী এলাকার ভোটারদের প্রতিনিধিত্ব করছেন।
এডিনবরার নর্দার্ন নির্বাচনী প্রক্রিয়া ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক ও সংবেদনশীল। প্রচারণা চলাকালে এমএসপি ফয়ছল হোসেন চৌধুরী হুমকি ও শত্রুতামূলক বার্তার মুখে পড়েন বলে জানা গেছে। ফলাফল ঘোষণার পরও উত্তেজনা প্রশমিত হয়নি। এই সামগ্রিক প্রেক্ষাপট বর্তমান অভিযোগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতার গুরুত্বকে আরও জোরালোভাবে সামনে নিয়ে এসেছে।
ফয়ছল হোসেন চৌধুরী স্কটিশ রাজনীতিতে একজন পরিচিত মুখ, যিনি সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের পক্ষে স্পষ্ট অবস্থানের জন্য পরিচিত। সংসদে তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন, মানবিক অবিচারের নিন্দা করেছেন এবং আন্তর্জাতিক পদক্ষেপের দাবি তুলেছেন। একই সঙ্গে তিনি নারীর অধিকার ও এলজিবিটি-সম্পর্কিত আইন নিয়ে কথা বলেছেন, নারীদের নিরাপদ পরিসর ও অধিকার সুরক্ষার পক্ষে অবস্থান নিয়েছেন।
সমর্থকদের মতে, এসব অবস্থান তাঁকে একজন নীতিনিষ্ঠ রাজনীতিবিদ হিসেবে প্রমাণ করে, যিনি প্রয়োজনে বিতর্কিত অবস্থান নিতেও দ্বিধা করেন না। সমালোচকদের মতে, এ ধরনের অবস্থান শত্রুতা সৃষ্টি করতে পারে। পর্যবেক্ষকদের মতে, এই বিস্তৃত রাজনৈতিক প্রেক্ষাপট বর্তমান প্রক্রিয়ায় স্বচ্ছতার প্রয়োজনীয়তাকে আরও জোরালো করে।
পুরস্কারপ্রাপ্ত এই সংসদ সদস্য, এমবিই খেতাবপ্রাপ্ত এবং বাংলাদেশে জন্মগ্রহণকারী প্রথম স্কটিশ লেবার এমএসপি ফয়ছল হোসেন চৌধুরী ধারাবাহিকভাবে সব ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি GLU–এর তদন্ত প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতা করছেন এবং তাঁর নাম পরিষ্কার করতে স্পষ্টতা, স্বচ্ছতা ও আত্মপক্ষ সমর্থনের সুযোগ কামনা করছেন। তিনি তদন্ত প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ চান না।
এই পরিস্থিতিতে একটি গুরুতর ও এড়ানো অসম্ভব প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছে:
এডিনবরার নর্দার্ন আসনে নির্বাচনী বাছাইয়ে জয়লাভের পরপরই ঘটে যাওয়া এসব ঘটনার প্রেক্ষাপটে – GLU কর্তৃক আরোপিত এই administrative suspension কি কোনো পূর্বপরিকল্পিত বা সমন্বিত অভিযোগের ফল, যার উদ্দেশ্য তাঁর রাজনৈতিক সুনাম ক্ষুণ্ন করা?
বর্তমানে GLU – এর আরোপিত administrative suspension বহাল রয়েছে, অভিযোগ অপ্রকাশিত, এবং পুরো প্রক্রিয়া এখনো অমীমাংসিত অবস্থায় আছে।
