‘প্রবাসী সম্মাননা ২০২৫’ পাচ্ছেন লেখক-গবেষক ও কমিউনিটি নেতা ডক্টর এম এ মোশতাক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ ডিসেম্বর ২০২৫, ১১:৩৬:১৮ অপরাহ্ন
বিশেষ প্রতিনিধি: আমাদের দেশে এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা বহুমুখী প্রতিভার অধিকারী। তারা একদিকে একাডেমিক যোগ্যতার অধিকারী, অন্যদিকে সমাজের মানুষের জন্য বাস্তব কাজের মাধ্যমে যথেষ্ট বাস্তব অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হয়েছেন। আবার তার অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা শুধু অর্থ উপার্জনের মোহের পেছনে ব্যয় না করে সমাজকে আলোকিত করার জন্য ব্যয় করে চলেছেন।
এমন একজন ব্যক্তি হচ্ছেন সিলেটের নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ, সমাজ সেবক, শিক্ষাবিদ, কবি, লেখক ও গবেষক মোস্তফা আহমেদ মোশতাক।
ব্রিটেনের বাংলাদেশী কমিউনিটিতে গুরুত্বপূর্ণ অবদান ও প্রবাসীদের দাবি-দাওয়ার বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য অবদানের জন্য ডক্টর এম এ মোশতাক কে “প্রবাসী সম্মাননা- ২০২৫” প্রদান করা হচ্ছে।
আগামী ২৭ ডিসেম্বর শনিবার সিলেট জেলা শিল্পকলা একাডেমীতে সিলেট জেলা প্রশাসনের আয়োজনে প্রথমবারের মতো আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হবে।
সম্প্রতি সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) মাসুদ রানা সমাজসেবী ডক্টর এম এ মোশতাক কে এ সম্মাননার বিষয়টি অবহিত করেন।
যুক্তরাজ্যের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও সমাজসেবামূলক সংগঠনে বলিষ্ঠ ভূমিকা পালনের পাশাপাশি ডক্টর এম এ মোশতাক পরিচালক-অ্যাকশন টুগেদার, নির্বাহী পরিচালক ও প্রশিক্ষক- টাইগার্স ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশনের (টিআইএ), প্রতিষ্ঠাতা পরিচালক- হাইড ক্রেডিট ইউনিয়ন, প্রতিষ্ঠাতা পরিচালক হাইড মিলেনিয়াম ট্রাষ্ট।
আরও পড়ুন ⤵
তিনি “বাংলাদেশিজ ইন ম্যানচেস্টার”, “নিরবতা আমাকে কাঁদায়”, “দেশ আমার মাটি আমার” Consciousness’ সহ বেশ কয়েকটি বই প্রকাশ করেছেন। মোশতাক যুক্তরাজ্যে বাংলাদেশীদের সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্য এবং অবদানের উপর নিয়মিত অনুষ্ঠান করেন এবং বর্তমানে তিনি বিভিন্ন কমিউনিটি প্রকল্পে জড়িত রয়েছেন।
মোস্তফা আহমেদ মোশতাক মিডিয়া জগতে ও পরিচিতি ও সুনাম রয়েছে। প্রবাস বার্তা ২৪ ডটকম অনলাইন পত্রিকার প্রধান সম্পাদক, পিবি অনলাইন টিভির উপস্থাপক হিসেবে কাজ করেছেন, চ্যানেল এস গ্রেটার ম্যানচেষ্টার এর প্রতিনিধি ও এ টি এন বাংলার উপস্থাপক হিসেবে কমিউনিটি প্রোগ্রাম করেছেন। বর্তমানে তিনি সিলেটে সুপ্রিম ল চেম্বার এর পরিচালক হিসেবে সেবা প্রদান করে যাচ্ছেন।
আমেরিকান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্স মোস্তফা আহমেদ মোশতাক কে তার উল্লেখযোগ্য অর্জনের স্বীকৃতি স্বরূপ কমিউনিটি ডেভোলাপমেন্ট এবং পাবলিক সার্ভিসে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী প্রদান করায় তাকে অনুপ্রাণিত করেছে যা কমিউনিটির উন্নয়নে সহায়ক হবে।
যেকোন রাষ্ট্রীয় দায়িত্ব পালনের ক্ষেত্রে ডক্টর মোস্তফা আহমেদ মোশতাকের উপযুক্ত শিক্ষা, দক্ষতা ও প্রয়োজনীয় অভিজ্ঞতা রয়েছে। তিনি ভবিষ্যতে এ ধরণের যেকোন দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে পালনে সক্ষম হবেন।
