লন্ডনের বাংলাদেশ সেন্টার সংকট: ২২ ডিসেম্বর জনসভা আহ্বান
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২০ ডিসেম্বর ২০২৫, ১:০৪:২৯ অপরাহ্ন
ফজলুল হক, লন্ডন: লন্ডনের ঐতিহ্যবাহী বাংলাদেশ সেন্টারের বিরাজমান সংকট নিরসনের লক্ষ্যে আগামী ২২ ডিসেম্বর সোমবার বিকাল ৬টায় পূর্ব লন্ডনের লন্ডন এন্টারপ্রাইজ একাডেমীতে এক জনসভা আহ্বান করা হয়েছে। এ সভায় বাংলাদেশ সেন্টার রক্ষায় করণীয় নির্ধারণে কমিউনিটির মতামত গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার পূর্ব লন্ডনের একটি স্থানীয় রেস্টুরেন্টে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি কোয়ালিশনের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বিশিষ্ট কমিউনিটি নেতা সিরাজ হক, আব্দুস শুকুর খালিসাদার, এবাদুর রহমান শিমু, মিজানুর রহমান নিজাম এবং সাবেক কাউন্সিলর জয়নাল চৌধুরী।
আরও পড়ুন ⤵
বক্তারা বলেন, গত ১৭ নভেম্বর মাননীয় হাই কমিশনার আবিদা ইসলাম আহূত সভায় বাংলাদেশ সেন্টারকে কেন্দ্র করে সংঘটিত অনভিপ্রেত ঘটনাগুলো অত্যন্ত লজ্জাজনক। তারা দিনটিকে কমিউনিটির জন্য একটি কালো দিন হিসেবে উল্লেখ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ সেন্টার কমিউনিটির সম্পদ—এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর নয়। যে কোনো মূল্যে এ সেন্টারকে রক্ষা করতে হবে। বাংলাদেশ সেন্টারের চলমান সংকট নিরসনে কমিউনিটির যেকোনো ধরনের মধ্যস্থতা উদ্যোগকে তারা স্বাগত জানান।
তবে কমিউনিটি কোয়ালিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ সেন্টারকে ঘিরে বিবাদমান দুই গ্রুপের সঙ্গে যোগাযোগ করা হলে একটি পক্ষ কমিউনিটির উদ্যোগে সাড়া দেয়নি।
এ অবস্থায় বক্তারা কয়েকটি দাবি উত্থাপন করেন। এর মধ্যে রয়েছে—
সংবিধান অনুযায়ী কমিউনিটির উদ্যোগে চেয়ারম্যান ও ব্যবস্থাপনা কমিটির সহযোগিতায় সংকট নিরসন, সেন্টারের আর্থিক লেনদেনের পূর্ণ জবাবদিহিতা নিশ্চিতকরণ, ব্যবস্থাপনা কমিটির কর্মকাণ্ড নিয়ে উদ্ভূত উদ্বেগের সমাধান, সাংবিধানিক প্রক্রিয়ায় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবং নতুন প্রজন্ম ও মেধাবী ব্যক্তিদের সম্পৃক্ত করা।
বক্তারা আশাবাদ ব্যক্ত করেন, ঐক্যবদ্ধ কমিউনিটি উদ্যোগের মাধ্যমেই বাংলাদেশ সেন্টারের সুনাম ও ঐতিহ্য রক্ষা করা সম্ভব।

