মালয়েশিয়ায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ ডিসেম্বর ২০২৫, ৯:২৩:০৩ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস–২০২৫ উদযাপন করেছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।
বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের জি টাওয়ারের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং র্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মালয়েশিয়ার অভিবাসন সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর স্থানীয় প্রতিনিধি, বিভিন্ন দেশের দূতাবাসের কূটনীতিক, প্রবাসী বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিক, কমিউনিটি নেতৃবৃন্দ, তাদের মালয়েশিয়ান বংশোদ্ভূত সহধর্মিণী, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, প্রবাসী সাংবাদিক এবং বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইওএম মালয়েশিয়ার চিফ অব মিশন হেবা আব্দেল লতিফ, মালয়েশিয়ার সোশ্যাল সিকিউরিটি অর্গানাইজেশনের ফরেন ওয়ার্কার্স ইউনিটের প্রধান হারিরি বিন হারুন, ফেডারেশন অব মালয়েশিয়া ম্যানুফ্যাকচারিংয়ের ভাইস প্রেসিডেন্ট দাতো নাথান কে সাপি, মালয়েশিয়ার কনস্ট্রাকশন লেবার এক্সচেঞ্জের সিইও দাতো রফিক, সিবিএল মানি ট্রান্সফার মালয়েশিয়ার প্রধান নির্বাহী সাইদুর রহমান ফারাজী এবং প্রবাসী কর্মীদের পক্ষে রাকিবুল হাসান।
আরও পড়ুন ⤵
দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টার বাণী পাঠ করা হয়। পাশাপাশি আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
আলোচনায় বক্তারা মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করেন এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তারা বলেন, কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে মালয়েশিয়ার সরকার, নিয়োগকর্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থা বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।
সভাপতির বক্তব্যে হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন। তিনি বলেন, দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায়ও প্রবাসীরা উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন। ‘২৪-এর গণঅভ্যুত্থানে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণ আন্দোলনরত ছাত্র-শ্রমিক-জনতাকে শক্তি ও সাহস জুগিয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জন্য প্রবাসীদের এই আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
হাইকমিশনার আরও জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে প্রথমবারের মতো বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত অনলাইন ভোটার নিবন্ধন চলবে। তিনি পোস্টাল ভোটের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণের জন্য মালয়েশিয়া প্রবাসীদের প্রতি আহ্বান জানান এবং নিবন্ধন কার্যক্রমে সহায়তার জন্য প্রবাসীদের বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের সহযোগিতা কামনা করেন।
সম্মাননা প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে হাইকমিশনার বলেন, তাদের সাফল্য যেমন মালয়েশিয়ায় বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করে, তেমনি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সুদৃঢ় করে।
উল্লেখ্য, আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীদের বিভিন্ন ক্যাটাগরিতে ২৩ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
