যুক্তরাজ্য প্রবাসীদের ভোট নিবন্ধনে সহযোগিতা করবে এইচআরপিবি ইউকে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯:০৪ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য প্রবাসীদের ভোট নিবন্ধনের ব্যাপারে সহযোগিতা করবে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) ইউকে শাখা। আসন্ন নির্বাচনে স্থানীয় প্রবাসীরা যাতে সহজেই তাদের পোস্টাল ভোট নিবন্ধনের সূযোগ পান এ জন্য এ সহযোগিতা করতে যাচ্ছে সংগঠনটি। এমতাবস্থায় সংশ্লিষ্ট প্রবাসীরা এ সংগঠনের ইস্ট লন্ডনের বাংলা টাউন সংলগ্ন প্রিন্সলেট স্টিটস্থ অফিসে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে।
গত ৫ ডিসেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের চেয়াম্যান বিশিষ্ট সাংবাদিক মো. রহমত আলী। এ সময় তিনি আরও জানান লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশন এ ব্যাপারে সহযোগিতার আশ্বাস প্রদান করেছে। সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন, ভাইস প্রেসিডেন্ট আব্দুল মুকিত চুনু এমবিই, ভাইস প্রেসিডেন্ট শাহ মুনিম, জয়েন্ট সেক্রেটারী আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক নাজমূল হুদা, সদস্য আব্দুল মুকিত প্রমূখ।
উক্ত সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, সংগঠনের প্রেসিডেন্ট মোঃ রহমত আলী সম্প্রতি বাংলাদেশ সফরে গেলে আসন্ন নির্বাচনে প্রবাসীদের পোস্টাল ভোট নিবন্ধনের যে সময়সীমা নির্ধারণ করা হয় তা বাড়ানোর জন্য গত ২৬ নভেম্বর ঢাকায় বাংলাদেশ নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কাছে আবেদন করেন। সাথে সাথে নির্বাচন কমিশনের সিনিওর সচিব আখতার আহমদের সাথেও স্বাক্ষাৎ করে বিষয়টি অবহিত করেন। এ সময় উভয় কর্মকর্তাই এ ব্যাপারে সময় বাড়ানোর আশ্বাস প্রদান করেন। তাই এখন সেটা আরও এক সপ্তাহ বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ এ নিবন্ধনের সর্বশেষ তারিখ ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর করা হয়েছে। এ জন্য সংগঠনের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানানো হয়।
আরও পড়ুন ⤵
এ আবেদনে আরও একটি বিষয় ছিল- ভোট নিবন্ধনের সময় এনআইডির পাশাপাশি বাংলাদেশী পাসপোর্টকেও যাতে পরিচয় পত্র হিসাবে গ্রহন করা হয়। কিন্তু সে বিষয়টির ব্যাপারে নির্বাচন কমিশন থেকে এখনও কোন পদক্ষেপ গ্রহনের কথা জানা না গেলেও এখনও তারা আশাবাদি যে হয়তো অভিলম্বে তা বাস্তবায়িত হবে ও অধিক সংখ্যক প্রবাসী নিবন্ধনের সূযোগ পাবে।
সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করা হয়, এ ব্যাপারে তাদের মূল দাবি ছিল প্রবাসীরা যাতে বিভিন্ন দেশের দুতাবাসগুলিতে সরাসরি ভোট দিতে পারেন সে ব্যবস্থা করা। কারণ পোস্টাল ভোট অনেক জটিল ও সময় সাপেক্ষ বলে অনেকে মনে করেন। তাই তারা পরবর্তী নির্বাচনে যাতে এ ব্যাপারে সরকার ও নির্বাচন কমিশন পদক্ষেপ গ্রহন করে সে দাবীও জানান।
উল্লেখ্য, এইচ আর পিবি একটি অরাজনৈতিক মানবাধিার ও পরিবেশবাদি সংগঠন। এর কেন্দ্রীয় প্রেসিডেন্ট হচ্ছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিওর আইনজীবি এডভোকেট মনজিল মোরসেদ। এ সংগঠনের ইউকে শাখা প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে দীর্ঘদিন যাবৎ কাজ করে যাচ্ছে। এর ধারাবাহকতায় ভোটাধিকারের ব্যাপারটি অন্যতম। বিগত নির্বাচনের পূর্বেও প্রবাসীদের ভোটাধিকারের বিষয় নিয়ে সোচ্ছার ছিল এইচ আর পিবি।
সে নির্বাচনের প্রাক্ষালে ২০১৮ সালের ১৫ অক্টোবর এক সংবাদ সম্মেলনে দূতাবাসের মাধ্যমে প্রবাসীদের পোস্টাল ভোট রেজিষ্ট্রেশন প্রক্রিয়ায় যুক্তরাজ্য প্রবাসীদের নাম অন্তর্ভূক্ত না থাকায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করা হয়। এর পর ২০১৮ সালের ১৩ ডিসেম্বর লন্ডন বাংলা প্রেসক্লাবে আয়োজিত আরেক সংবাদ সম্মলেনে বিষয়টি তুলে ধরা হয়। ২০১৮ সালের ২৬ ডিসেম্বর এ ব্যাপারে বিবিসি বাংলায় একটি সাক্ষাৎকার দেন সংগঠনের ইউকে শাখার প্রেসিডেন্ট মোঃ রহমত আলী। “সংসদ নির্বাচনে যুক্তরাজ্য প্রবাসীরা ভোট দিতে না পেরে হতাশ”: শিরোনামে এ সাক্ষাৎকারে বলা হয়, বিগত দিন থেকে যুক্তরাজ্যে যেসব সংগঠন প্রবাসীদের ভোটাধিকারের দাবি নিয়ে সোচ্চার তাদের মধ্যে একটি অন্যতম সংগঠন হল হিউম্যান রাইটস অ্যাণ্ড পিস ফর বাংলাদেশ ইউকে শাখা। এ সংগঠনটি প্রবাসীদের দেশ ভিত্তিক অন্যান্য সমস্যা নিয়েও সব সময় সোচ্ছার।

