জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের এজিএম ও নির্বাচন রোববার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:২৩:১৬ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্যে বসবাসরত জকিগঞ্জবাসীদের সামাজিক ঐক্য, কল্যাণ ও উন্নয়নের লক্ষ্যে জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকে আগামী রোববার তাদের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও নির্বাচন-২০২৫ আয়োজন করছে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, অনুষ্ঠানটি হবে ৭ ডিসেম্বর ২০২৫, রোববার দুপুর ১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত লন্ডনের দ্য অ্যাট্রিয়াম, ১২৪–১২৬ চেশায়ার স্ট্রিট, লন্ডন E2 6EJ—এ।
এ উপলক্ষে যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসরত সব জকিগঞ্জ প্রবাসীকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে। কমিউনিটির ঐক্য আরও সুদৃঢ় করা, কার্যক্রমকে গতিশীল করা এবং ভবিষ্যৎ নেতৃত্ব নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অংশগ্রহণকে অত্যন্ত মূল্যবান বলে উল্লেখ করেছে সংগঠনটি।
অনুষ্ঠানে আগত অতিথিদের জন্য দুপুরের খাবারের বিশেষ আয়োজন থাকবে।
জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি মোঃ হারুন চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ এবং কোষাধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিন অনুষ্ঠানে সবার উপস্থিতি কামনা করেছেন।


