লন্ডনের কেনটিস টাউনে ইবনে আব্বাস মসজিদে চুরি
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০৩ ডিসেম্বর ২০২৫, ১:৩৫:০২ অপরাহ্ন
লন্ডন অফিস: নর্থ ওয়েস্ট লন্ডনের কেনটিস টাউনের কুইন্স ক্রেসেন্ট এলাকার ইবনে আব্বাস মসজিদে চুরি সংঘটিত হয়েছে। সোমবার ১ ডিসেম্বর দিবাগত রাত প্রায় ১টা ৪০ মিনিটে দুর্বৃত্তরা মসজিদের তালা ভেঙে দানবাক্সের অর্থ লুট করে।
মসজিদ কমিটির সদস্য ও এডমিন আব্দুল ওয়াহাব জানান, দুর্বৃত্তরা প্রথমে কৌশলে শাটার খুলে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর মসজিদের ভেতরে থাকা চারটি দানবাক্সের মধ্যে একটি ভেঙে ভেতরের অর্থকড়ি এবং দুটি লকার তুলে নিয়ে যায়। চুরি হওয়া অর্থের পরিমাণ আনুমানিক ৭০০ পাউন্ড বলে ধারণা করা হচ্ছে।
ঘটনার পর মসজিদ কর্তৃপক্ষ মেট্রোপলিটন পুলিশকে অবহিত করলে তারা এসে ঘটনাস্থল পরিদর্শন ও নমুনা সংগ্রহ করে।
মিস্টার ওয়াহাব আরও জানান, সিসিটিভি ফুটেজে দেখা যায়—দুর্বৃত্তরা পাশের কিসওয়া এক্সেসরিজ দোকানের শাটার খোলার চেষ্টা করেছিল, তবে সফল হতে পারেনি।
উল্লেখ্য, এর আগেও একই এলাকা বায়তুল আমান মসজিদেও একই ধরনের চুরির ঘটনা ঘটেছে বলে জানা যায়।



