দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৯:০৪:৩১ অপরাহ্ন
লন্ডন অফিস: লুটনের একটি রেস্টুরেন্টে ১ ডিসেম্বর সোমবার দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের দ্বিবার্ষিক সাধারণ সভা (বিজিএম) অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন শাহজাহান শিকদার, এবং পরিচালনা করেন এম এ আলী। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন গাজী বকুল মিয়া।
সভায় সভাপতির শুভেচ্ছা বক্তব্যের পর গত দুই বছরের কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন সাধারণ সম্পাদক এম এ আলী, এবং আয়-ব্যয়ের হিসাব তুলে ধরেন কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম। উপরোক্ত দুই প্রতিবেদন নিয়ে উপস্থিত নেতৃবৃন্দ আলোকপাত করেন এবং বিগত দিনের কার্যক্রমের জন্য প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন।
বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপদেষ্টা পরিষদের সুপারিশক্রমে কমিটির মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়। একইসঙ্গে তাদের পরামর্শে আগামী মার্চ ২০২৬ পর্যন্ত নতুন সদস্য সংগ্রহ চলবে এবং মে ২০২৬-এর শেষের দিকে সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
আরও পড়ুন ⤵
সভায় উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদ সদস্য কামাল আহমদ, মকসুদ রহমান, আব্দুর রকিব, আব্দুল কাইয়ুম পংকি; সাবেক উপদেষ্টা সদস্য আমিনুল হক আহাদ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন—সাবেক সভাপতি হোসেইন আহমদ, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক আলহাজ্ব সেলিম আহমদ, সহ-সভাপতি সৈয়দ মাহবুব আলম, আব্দুর রশিদ বাবুল, আব্দুল মতিন, সিদ্দিকুর রহমান জয়নাল, সহ-সাধারণ সম্পাদক ডালিম আহমদ, সেবুল ইসলাম, কোষাধ্যক্ষ ফখরুল ইসলাম, সহকারী কোষাধ্যক্ষ ইলিয়াছ আলী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তোয়াহিদুর রহমান টিপু, ধর্ম সম্পাদক গাজী আব্দুল আহাদ, ক্রীড়া সম্পাদক শিবলী আহমদ, সিনিয়র সদস্য গাজী বকুল মিয়া, মারুফ আহমদ, আবু বক্কর সিদ্দিক ফয়সল, আক্তার মিয়া, আনোয়ার মিয়া নামওয়ার, আবুল আহাদ, কয়েছ আহমদ লিটন, শাহ মোহাম্মদ ছাদিক মিয়া, সেবুল মিয়া, এবং আবু নসর প্রমুখ।



