সিলেটে বাজার কমিটি নেতৃবৃন্দের সাথে এসএমপির মতবিনিময়
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৫:২৫:৫৪ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট মহানগর এলাকার বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর ২০২৫) বিকেল ৩টায় সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম-এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাজার কমিটি প্রতিনিধিরা নানাবিধ সমস্যা ও চ্যালেঞ্জ তুলে ধরেন। পুলিশ কমিশনার এসব সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে বাজার পরিবেশ স্বাভাবিক ও শৃঙ্খলাবদ্ধ রাখতে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।
পুলিশ কমিশনার জানান, মার্কেট এলাকার সামনে কোনোভাবেই অবৈধ পার্কিং চলবে না এবং সবাইকে এ বিষয়ে সচেতন থাকতে হবে। তিনি আরও বলেন, যেসব মার্কেট বা শপিং মলের নকশায় পার্কিং সুবিধা রাখা হলেও পরবর্তীতে দোকান বা স্থাপনা নির্মাণ করে ভাড়া দেওয়া হয়েছে—এসব স্থানে ৩১ ডিসেম্বরের মধ্যে পার্কিং এলাকা উন্মুক্ত করতে হবে।
আরও পড়ুন ⤵
অত্যাবশ্যকীয় পণ্যের দোকান ছাড়া অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রাত ৯টা ৩০ মিনিটের মধ্যে বন্ধ রাখার নির্দেশনাও সভায় পুনর্ব্যক্ত করা হয়। পাশাপাশি প্রতিটি শপিং মল, মার্কেট ও বাজারে GenieA হেল্পডেস্ক স্থাপনের উদ্যোগ নেওয়ার বিষয়টিও জানানো হয়।
সভায় সিলেট মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এবং মহানগরের বাজার কমিটিগুলোর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


