দাওয়াতুল ইসলাম লুটন শাখার দায়িত্বশীল কর্মশালা অনুষ্ঠিত
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ০১ ডিসেম্বর ২০২৫, ৪:০৫:১৪ অপরাহ্ন
লুটন প্রতিনিধি: দাওয়াতুল ইসলাম লুটন শাখার উদ্যোগে রোববার (৩০ নভেম্বর) সকাল ১১টা থেকে দিনব্যাপী দায়িত্বশীলদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়। শাখা সভাপতি মোহাম্মদ মইনুল ইসলাম ইলিয়াসির সভাপতিত্বে এবং সেক্রেটারি আব্দুল করিম জলিলের পরিচালনায় কর্মশালাটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাওয়াতুল ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির হাফেজ মাওলানা আব্দুল মুকিত। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ট্রেজারার সাব্বির আহমদ কাওছার। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা রুম্মান আহমদ।
কর্মশালায় বার্ষিক কর্মপরিকল্পনা উপস্থাপন ও তা বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন প্রধান অতিথি হাফেজ মাওলানা আব্দুল মুকিত। সাংগঠনিক আর্থিক ব্যবস্থাপনা পদ্ধতি নিয়ে আলোচনা করেন ট্রেজারার সাব্বির আহমদ কাওছার। মানোন্নয়ন ও প্রশিক্ষণ বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন কেন্দ্রীয় তারবিয়া কমিটির সদস্য আব্দুল করিম জলিল। এছাড়া আলোচনায় অংশ নেন ইমাম মাওলানা নূরুর রহমান ও হাফেজ আবুল হাসানসহ আরও অনেকে।
সভায় আগামী ২৫ জানুয়ারি ২০২৬ তারিখে ‘লুটন দাওয়াহ কনফারেন্স’ আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ৩ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিতব্য ‘প্রবাসী ভয়েস’–এর সূধী সমাবেশে ব্যাপক উপস্থিতি নিশ্চিতে সর্বসাধারণকে বিশেষভাবে আহ্বান জানানো হয়।
কর্মশালা শেষে শাখা সভাপতির পরিবারের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি ফখরুল ইসলাম।



