চট্টগ্রাম: বৈজ্ঞানিক সম্মেলন ৪ ডিসেম্বর, অংশ নেবেন ৫ শতাধিক গবেষক
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ৯:৩৩:০৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: চট্টগ্রামে প্রথমবারের মতো দেশি-বিদেশি গবেষকদের অংশগ্রহণে আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে দেশি ও আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। নগরীর সাউদান মেডিকেল কলেজ ক্যাম্পাসে ‘এসএমসিএইচ সামিট ২০২৫’ নামে দিনব্যাপী এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. ওমর ফারুক ইউসুফ এবং সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন। শনিবার (২৯ নভেম্বর) নগরীর চট্টগ্রাম ক্লাবে অনুষ্ঠিত এক অবহিতকরণ সভায় এসব তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন ⤵
সাউদান মেডিকেল কলেজের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আব্দুস সালাম, এমডি জাফরুল ইসলাম চৌধুরী, অর্গানাইজিং কমিটির সভাপতি অধ্যাপক ডা. জয়ব্রত দাশ ও অর্গানাইজিং সেক্রেটারি অধ্যাপক ডা. মেহেরুন্নিছা খানমের উপস্থিতিতে সভায় জানানো হয়, ‘স্বাস্থ্য, বিজ্ঞান ও মানবতার সেতুবন্ধন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে স্বাস্থ্য শিক্ষা, মেডিকেল কারিকুলাম, অ্যাক্রেডিটেশন, তথ্য ও প্রযুক্তি, মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু স্বাস্থ্য, লিভার, হৃদরোগ, চক্ষু, গণস্বাস্থ্য, বার্ধক্যজনিত রোগ, অনুজীববিদ্যা, মৌলিক চিকিৎসা বিদ্যাসহ চিকিৎসা বিজ্ঞানের অন্যান্য বিষয়ে গবেষণাপত্র উপস্থাপনা করা হবে।
সারা দেশের বিভিন্ন মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, সরকারি ও বেসরকারি হাসপাতাল থেকে মোট পাঁচ শতাধিক চিকিৎসক ও গবেষক এতে অংশগ্রণ করার কথা রয়েছে।
এই সম্মেলনে দেশি-বিদেশি ৫৪২ জনের অংশগ্রহণে মোট ৬৩টি বৈজ্ঞানিক গবেষণাপত্র উপস্থাপনা করা হবে। এর মধ্যে ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন থেকে আসা ৪ আন্তর্জাতিক গবেষক তাদের গাবেষণাপত্র উপস্থাপন করবেন।




