সিলেট: ডিবির অভিযানে ৩০ লাখ টাকার ভারতীয় অবৈধ জিরা উদ্ধার, গ্রেফতার ২
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:২৭:৫৮ অপরাহ্ন
সিলেট অফিস: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) বিশেষ অভিযানে প্রায় ৩০ লাখ ৭২ হাজার টাকার ভারতীয় অবৈধ জিরাসহ দুইজনকে গ্রেফতার করেছে।
শুক্রবার (২৯ নভেম্বর ২০২৫) দুপুর আনুমানিক ২টা ২৫ মিনিটে শাহপরাণ (রহ.) থানার দাসপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ডিবি জানায়, জনৈক দুলাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে পাকা রাস্তায় তল্লাশির সময় একটি টাটা কোম্পানির ট্রাক (নম্বর– সিলেট-ট-১১-০৭০২) থামিয়ে তল্লাশি করা হয়। পরে ট্রাকটির ভেতর থেকে ১২৮ বস্তা ভারতীয় অবৈধ জিরা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া জিরার বাজারমূল্য আনুমানিক ৩০ লাখ ৭২ হাজার টাকা।
এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন, আব্দুল হাসান (৩০), পিতা: আব্দুন নুর, গ্রাম: কমলাবাড়ী, নিজপাট, থানা: জৈন্তাপুর, সিলেট; পারভেজ আহমদ (২৭), পিতা: আব্দুল বারী, গ্রাম: লাফলাউট, থানা: গোয়াইনঘাট, সিলেট।
উদ্ধারকৃত ট্রাকটির চেসিস নম্বর MAT373350F1R10172 এবং ইঞ্জিন নম্বর 697TC42NVY114407 বলে জানিয়েছে পুলিশ।
এ নিয়ে শাহপরাণ (রহ.) থানায় মামলা (নং–৪৪, তারিখ ২৯/১১/২০২৫) হয়েছে। গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।



