সিঙ্গাপুর: মাদকবিরোধী অভিযানে ১১ বাংলাদেশি গ্রেপ্তার
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ৩০ নভেম্বর ২০২৫, ১:৩৫:১৫ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: সিঙ্গাপুরের উডল্যান্ডস এলাকার একটি ডরমিটরিতে অভিযান চালিয়ে ১২ অভিবাসী শ্রমিককে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। মাদক সংশ্লিষ্ট অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার ওই অভিবাসীদের ১১ জন বাংলাদেশি এবং একজন মিয়ানমারের নাগরিক। খবর দ্য স্ট্রেইটস টাইমসের।
শনিবার সিঙ্গাপুরের এই সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সিঙ্গাপুরের সেন্ট্রাল নারকোটিকস ব্যুরো (সিএনবি) অভিযান চালিয়ে ওই প্রবাসী শ্রমিকদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া প্রবাসী শ্রমিকদের বয়স ২৩ থেকে ৪০ বছরের মধ্যে।
শুক্রবার সিএনবি এক বিবৃতিতে জানায়, ৩৪ বছর বয়সী এক বাংলাদেশিকে মাদকপাচার ও মাদক সেবনের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। চার ঘণ্টার ওই অভিযানে সিঙ্গাপুরের সিএনবি, হেলথ সায়েন্সেস অথরিটি, ইমিগ্রেশন অ্যান্ড চেকপয়েন্টস অথরিটি, জনশক্তি মন্ত্রণালয় ও পুলিশের কর্মকর্তারা অংশ নেন।
সিএনবির ডেপুটি কমান্ডিং অফিসার সুপারিনটেনডেন্ট জ্যান্থাস টং হিয়েং জি জানান, মাদক সেবন, পাচার এবং অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড মোকাবিলা প্রচেষ্টার অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। তিনি বলেন, ‘আমরা জোর দিয়ে বলতে চাই; সিঙ্গাপুরে মাদকের কোনো স্থান নেই, তা সমাজে, কর্মস্থলে কিংবা ডরমিটরিতে হোক না কেন।’
গত ফেব্রুয়ারিতে সিএনবির প্রকাশিত বার্ষিক এক পরিসংখ্যানে বলা হয়, ২০২৪ সালে মোট ৩ হাজার ১১৯ জন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে; যা ২০২৩ সালের ৩ হাজার ১২২ জনের তুলনায় সামান্য কম।




