পাবনায় সংঘর্ষে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল সেই যুবক যে দলের কর্মী
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩৮:৫৩ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: পাবনা জেলার ঈশ্বরদীতে বৃহস্পতিবার বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষকালে আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল যুবক জামায়াতের কর্মী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী এবং দলীয় সূত্রের মাধ্যমে একটি গণমাধ্যম অনুসন্ধানে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে ঘটনার পর থেকে ওই যুবক গা-ঢাকা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ঈশ্বরদী উপজেলার সাহাপুর ইউনিয়নের জগির মোড় ও চর আলহাজ মোড় এলাকায় বিএনপি-জামায়াত সমর্থকদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, গুলিবর্ষণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় জেলা আমির ও পাবনা-৪ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আবু তালেব মণ্ডলসহ উভয় দলের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হন।
এ সংঘর্ষের সময় আগ্নেয়াস্ত্র হাতে নিয়ে এক যুবকের গুলি করার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে দেখা যায়, ওই যুবক তার সামনে থাকা প্রতিপক্ষের লোকজনকে উদ্দেশ্য করে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে গুলিবর্ষণ করছেন। ঘটনার পর থেকে ভাইরাল হওয়া যুবকের পরিচয় নিয়ে বিতর্ক সৃষ্টি হয়।
প্রথমে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়- ওই যুবক বিএনপি কর্মী এবং তিনি আগ্নেয়াস্ত্র দিয়ে জামায়াত নেতাকর্মীদের ওপর গুলি চালান।
আরও পড়ুন ⤵
এরপর রাতেই বিএনপি নেতাকর্মীসহ কেন্দ্রীয় বিএনপির মিডিয়া সেলের বিবৃতিতে দাবি করা হয়- ওই যুবক জামায়াতের কর্মী।
একটি গণমাধ্যমের অনুসন্ধানেও আগ্নেয়াস্ত্র হাতে ভাইরাল হওয়া ওই যুবকের সন্ধান মেলে।
জানা যায়, ওই যুবকের নাম তুষার মণ্ডল। তিনি ঈশ্বরদী পৌর শহরের ভেলুপাড়া এলাকার তাহের মণ্ডলের ছেলে ও পাবনা জেলা জামায়াতের আমির আবু তালেব মণ্ডলের ভাতিজা মামুন মণ্ডলের অন্যতম সহচর এবং জামায়াতের সক্রিয় কর্মী।
এদিকে ঘটনার পর থেকেই ভাইরাল হওয়া তুষার গা-ঢাকা দিয়েছেন।




