প্রবাসীদের দেশে গিয়ে ভোটদান করার আহ্বান মনোয়ার আহমেদ রহমানের
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৫ নভেম্বর ২০২৫, ১২:১৮:৫৭ অপরাহ্ন
লন্ডন অফিস: যুক্তরাজ্য সফররত মৌলভীবাজার পৌর বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মনোয়ার আহমেদ রহমানকে সংবর্ধনা জানিয়ে পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এক মিলনমেলার আয়োজন করা হয়। তার বন্ধু মহল ও ‘ক্রিকেট আড্ডা গ্রুপ’-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ আড্ডায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত বন্ধু, পরিচিতজন ও শুভানুধ্যায়ীরা অংশ নেন।
আলোচনায় বক্তারা করোনা মহামারি এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য মনোয়ার আহমেদ রহমানের ভূমিকার প্রশংসা করেন। মিলনমেলায় তিনি প্রবাসী বন্ধুদের সঙ্গে মৌলভীবাজারের সমসাময়িক সমস্যা এবং সম্ভাব্য সমাধান নিয়ে মতবিনিময় করেন।
এ সময় তিনি প্রবাসীদের প্রতি আগামী জাতীয় নির্বাচনে দেশে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।
উল্লেখ্য, মনোয়ার আহমেদ রহমানের পিতা মরহুম সাজ্জাদুর রহমান পুতুল ছিলেন মৌলভীবাজার পৌরসভার প্রথম চেয়ারম্যান। পিতার পথ অনুসরণ করে সুযোগ পেলে ভবিষ্যতে মৌলভীবাজার পৌরসভার উন্নয়নে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন মনোয়ার আহমেদ রহমান।



