ফ্রান্সে ‘৩য় সিলেট উৎসব প্যারিস’ সম্পন্ন
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২৫, ১০:২৭:১৪ অপরাহ্ন
প্যারিস থেকে আলী হোসেন: জমকালো আয়োজনে ফ্রান্সের রাজধানী প্যারিসের বিডি কমিউনিটি হলে ১৬ নভেম্বর ঐতিহ্যবাহী সিলেট বিভাগের জনগোষ্ঠীর প্রাচীন সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্স–এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘৩য় সিলেট উৎসব প্যারিস ২০২৫’।
সংগঠনের সভাপতি মো. হেনু মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ উৎসবে ফ্রান্সের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঢাকা জালালাবাদ অ্যাসোসিয়েশনের সভাপতি সিএম কয়েস সামী সংগঠনের নেতৃবৃন্দকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান। এ সময় উপস্থিত ছিলেন সহসভাপতি খচরুজ্জামান, আলতাফুর রহমান, জাবেদ হোসেন, লুলু আহমদ, খলিলুর রহমান, এইচ এম মিহির, ছাদ মোহাম্মদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক বাদল মিয়া, আজাদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম মায়া, হোসেন আহমদ, আজাদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুজাহিদ, সহ-সাংগঠনিক সম্পাদক সাইস্তা মিয়া, অর্থ সম্পাদক হোসেন আহমদ, দপ্তর সম্পাদক মো. আলী আহমদ, বন ও পরিবেশ সম্পাদক সুহেল আহমদ, শিক্ষা সম্পাদক রাজিব আহমদ, সহ-অর্থ সম্পাদক আবদুল কুদ্দুস এবং সদস্য কায়েস আহমেদ, আব্দুল কাদির, সাংবাদিক সাহাবুদ্দিন শুভ, এনায়েত হোসেন সোহেল, সাবুল আহমদ, আবুতাহের রাজুসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিশিষ্ট মুরব্বি ইস্কন্দর আলী, মুসলিম উদ্দিন, লাল মিয়া, আব্দুল হান্নান, আব্দুল করিম, আজীবন সদস্য মিয়া আজাদ, মতিউর রহমান, সালমান আহমদ, রনি আহমদ, বি.পি. রায়হান, মাসুদ আহমদ, লায়েক আহমদ, সাজু আহমদ, কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নাসির হোসেন, ইকবাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন হাফিজ ওয়াহিদুর রহমান।
সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিনুর রহমান সুমনের পরিচালনায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগীত পরিবেশন করেন শিল্পী পাপিয়া পাল ও মিষ্টি বিশ্বাস।
অনুষ্ঠানে কুমিল্লা সমিতির সাধারণ সম্পাদক নাসির আহমেদকে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানান কেন্দ্রীয় সভাপতি।



