পিতার কাঁধে সন্তানের লাশ: আরেকটি হৃদয়বিদারক মৃত্যু
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৫, ৭:২৯:৪৬ অপরাহ্ন
মো: দেলওয়ার হোসেন পাপ্পু: চির নিদ্রায় শায়িত হল সড়ক দুর্ঘটনায় আহত মহান ইসলাম চৌধুরী। শুক্রবার (২১ নভেম্বর) রাত ৮টায় সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার নিজামপুরে হজরত আবু বকর সিদ্দিক (রাঃ) জামে মসজিদে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। আমার ছেলের বয়সী মহান চৌধুরীর জানাজায় শরিক হওয়ার সৌভাগ্য হয়েছিল আমার।
সে ছিল আমার মামাতো ভাই (মামির চাচাতো ভাইয়ের ছেলে)। তার শেষ বিদায়ে একজন পিতা হিসেবে আমি কতটুকু কষ্ট পেয়েছি, তা সব বাবাদের ক্ষেত্রে এমনই অনুভব হয় বলে মনে করি। পিতার কাঁধে সন্তানের লাশ, এর চেয়ে ভারী আর কি হতে পারে!
১৩ নভেম্বরের সকাল ছিল একেবারেই সাধারণ, কিন্তু মুহূর্তেই বদলে গেল কয়েকটি পরিবার। সহপাঠী রাফির সঙ্গে চুল কাটাতে সিলেট শহরে যাওয়ার কথা ছিল মহান ইসলাম চৌধুরীর (১৭)। কিন্তু কে জানতো, সে সফরই হবে জীবনের শেষ যাত্রা।
ফেঞ্চুগঞ্জ উপজেলার ফরিদপুরের নয়াবাজার এলাকায় ঘটে যায় এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনা। একদিকে প্রাণ হারান পথচারী এরিস্টো ফার্মার বিক্রয় প্রতিনিধি পল্লব রায় (৪৫), অন্যদিকে গুরুতর আহত হয়ে মৃত্যুর সাথে যুদ্ধ করে ২১ নভেম্বর শুক্রবার সকালে পৃথিবীকে চির বিদায় জানায় মহান চৌধুরী। রাফি এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। রাব্বুল আলামিন একমাত্র সহায়।
আরও পড়ুন ⤵
সিলেটের ফেঞ্চুগঞ্জের নিজামপুর গ্রামের সন্তান মহান। তার পিতা মঞ্জুরুল ইসলাম চৌধুরীর চোখের সামনে সন্তান বেড়ে ওঠার গল্পটা থেমে গেল এক মুহূর্তে। আজ তাঁর কাঁধেই সেই সন্তান-নির্বাক, নিথর, শীতল! বহন করার ক্ষমতা হারিয়ে ফেলেছেন হতভাগ্য পিতা!
একটি মোটরসাইকেল চালাতে সামান্য অসাবধানতায় আরেকটি প্রাণ ঝরে গেল! কতটা বেদনার, কতটা শূন্যতার, তা শুধু বুঝতে পারে সেই পিতা, সেই পরিবার।
এই হৃদয়বিদারক মৃত্যু থেকে শিক্ষা নেওয়া দরকার সকল মা-বাবার। উঠতি বয়সের সন্তানদের হাতে না দেওয়া হোক দুই চাকার মোটরবাইক! সড়কে সতর্কতা বাড়ুক, মানা হোক ট্রাফিক আইন; হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো পরিহার করা হোক। জীবন একটাই, তাকে যেন যত্নে রাখি। নইলে বেদনার্ত পরিবারের কান্নার সামনে সকলকে নির্বাক হতে হবে বারবার!



