শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চল
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ২১ নভেম্বর ২০২৫, ১১:০৯:৫৮ অপরাহ্ন
অনুপম নিউজ ডেস্ক: ঢাকায় শক্তিশালী ভূমিকম্প হয়েছে। সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে। আজ শুক্রবার সকালে ১০টা ৩৮ মিনিটে এই ভূমিকম্প হয়। প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ২ বলে গুগল দেখিয়েছে এবং এর কেন্দ্রস্থল ঘোড়াশালের নিকটবর্তী এলাকা।
ইউজিএসের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ৫ দশমিক ৫। এর উৎপত্তিস্থল ছিল ঘোড়াশাল থেকে ৭ কিলোমিটার দূরে।
ভূমিকম্পের সময় ঢাকার বিভিন্ন এলাকায় অনেকেই আতঙ্কে ঘর থেকে রাস্তায় বেরিয়ে আসেন। ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল।
বরিশাল থেকে রাজীব আহমেদ জানান, ভূমিকম্পের সময় তিনি একতলায় একটি দোকানে বসেছিলেন। সেখানে সবকিছু কাঁপছিল।
ভূমিকম্পের ভয়াবহতা টের পেয়ে ঢাকার মিরপুরের বাসিন্দারা দ্রুত রাস্তায় নেমে আসেন।




