সুনামগঞ্জ: দিরাইয়ে ধুমধাম অবৈধ বালু উত্তোলন চলছে
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৯ নভেম্বর ২০২৫, ২:২৪:২৩ অপরাহ্ন
সংবাদদাতা: দেদারসে বালু উত্তোলন চলছে সুনামগঞ্জের দিরাইয়ের জলমহাল থেকে। জলমহালটি মৎস্যজীবী সমবায় সমিতির ইজারাভুক্ত হলেও সুবিধা নিচ্ছেন স্থানীয় রাজনৈতিক দলের কয়েকজন সুবিধাভোগী। কৃষিজমি ধ্বংস করে ভূ–গর্ভস্থ মাটি থেকে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বেপরোয়া বালু তোলা হচ্ছে।
সরমঙ্গল ইউনিয়নের নোয়াগাঁও এলাকার জুরি–পানজুড়ী বিল থেকে অবৈধ বালু উত্তোলনের দৃশ্য দেখা যায় মঙ্গলবার। কাঁদা-মাটিমিশ্রিত এসব বালু পাশের দিরাই–শাল্লা মহাসড়কের কাজে ব্যবহৃত হচ্ছে, যা সড়ক নির্মাণকাজকে ঝুঁকিপূর্ণ করে তুলবে বলে স্থানীয়দের আশঙ্কা।
ড্রেজারের মালিক মাদারীপুরের শহিদ জানান, তাড়ল গ্রামের জুয়েল চৌধুরীর মাধ্যমে এখানে এসেছি। ১৭ দিন ধরে বালু তুলছি। মনে হচ্ছে এ কাজে আমার লোকসান হবে। তবে অভিযোগের বিষয়ে জুয়েল চৌধুরী বলেন,আমি কিছুই জানি না।
নোয়াগাঁও গ্রামের কৃষক আব্দুল হেকিম মিয়া জানান, কয়েক দিন আগে এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তারা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগে উল্লেখ করা হয়—৩০ থেকে ৪০ ফুট গভীর করে ভিট-বালু উত্তোলন করায় পার্শ্ববর্তী শত শত একর বোরো জমি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, বোরো মৌসুম আমাদের বছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। জমি ধসে পড়লে পুরো এলাকার কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে।
জুরী–পাঞ্জুরী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওয়াহিদ আলী জানান, বালু উত্তোলনকারীরা তাকে ডিসি স্যারের অনুমোদনকৃত একটি কাগজ দেখান। তিনি বাধা দিলে নাকি বলা হয়—ডিসি স্যার বাধা দিতে নিষেধ করেছেন।
ওয়াহিদ আলীর দাবি, “জুয়েল মিয়া বলেছেন সমিতিকে প্রতি ফুট বালুতে দুই টাকা করে দেবেন।
ঠিকাদারি প্রতিষ্ঠানের ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন বলেন,ড্রেজার দিয়ে উত্তোলিত বালু আমরা ফুটপ্রতি ৮ টাকা দরে নিচ্ছি। কয়েক দিন আগে ডিসি মহোদয় পরিদর্শনে এসেছিলেন। বালু উত্তোলন বৈধ নাকি অবৈধ—তা জানি না। আমার স্যার বিদেশে আছেন, উনিই এ বিষয়ে বলতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সনজীব সরকার বলেন, বিল খনন করে মাছের অভয়াশ্রম তৈরি করা যায়, কিন্তু মাটি-বালু বিক্রি সম্পূর্ণ অবৈধ। মোবাইল কোর্ট পরিচালনা করে ড্রেজার মেশিন ও ব্যবহৃত পাইপ রাষ্ট্রের অনুকূলে বিনষ্ট করা হয়েছে। কাঁদা-মাটি সড়কের কাজে ব্যবহৃত হলে তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে।



