মিশিগানে সিলেট-৪ আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী হেলাল উদ্দিন আহমেদের সমর্থনে আলোচনা সভা
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৮ নভেম্বর ২০২৫, ৩:২৯:৫২ অপরাহ্ন
কামরুজ্জামান হেলাল, যুক্তরাষ্ট্র প্রতিনিধি: সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী সিলেট জেলা বিএনপির উপদেষ্টা হেলাল উদ্দিন আহমেদের সমর্থনে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটির একটি রেস্টুরেন্টে ১৬ নভেম্বর রবিবার সন্ধ্যায় এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমিউনিটি নেতা অধ্যাপক এজেডএম ওবায়দুল্লাহর সভাপতিত্বে এবং সাবেক ছাত্রদল নেতা ইফতেখার আহমেদ হেলালের পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শুরু হয় জাকির হোসেন মুন্নার পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে।
সভায় বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৪ আসনের সম্ভাব্য প্রার্থী হিসেবে হেলাল উদ্দিন আহমেদের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রবাসী সিলেটবাসী এলাকার উন্নয়ন ও রাজনৈতিক অগ্রগতির স্বার্থে যোগ্য নেতৃত্ব প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত প্রবাসীরা করতালির মাধ্যমে মনোনয়নপ্রত্যাশীর প্রতি তাদের সমর্থন ব্যক্ত করেন।
অনুষ্ঠানে প্রার্থীর ছোট ভাই, যুক্তরাষ্ট্র প্রবাসী যুবদল নেতা আলীম উদ্দিনও বক্তব্য রাখেন। সভায় অংশগ্রহণকারীরা হেলাল উদ্দিন আহমেদের প্রতি সমর্থন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
আলোচনা সভায় বক্তব্য দেন গোয়াইনঘাট প্রবাসী কমিউনিটির পক্ষে নজরুল ইসলাম বদরুল, শাহাজান রহমান মফিজ, তরিক উদ্দিন, আশরাফুল আমিন, হেলাল আবেদীন, আব্দুল খালিক, জামাল উদ্দিন, সৈয়দ আলী, প্রভাষক আলীম, মো. মুসা, আব্দুল খালিক, কয়েস আহমদ, রানু মিয়া, ওলিউর রহমান, সালমান আহমেদ, মইনুদ্দিন, জালাল আবেদিন ও মুন্না।
কোম্পানীগঞ্জ প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন ইয়াসিন আহমদ, হাজী রহিম, হিফজুর রহমান, সুমন আহমদ ও রাসেল। জৈন্তাপুর প্রবাসীদের পক্ষে বক্তব্য দেন সাব্বির আহমেদ, শামীম, কালাম, কামরুল, কামাল, কয়েসসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে নৈশভোজের আয়োজন করা হয়।


