মালয়েশিয়ায় অনলাইনে বিএনপির সদস্য নিবন্ধনে ব্যাপক সাড়া
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৬ নভেম্বর ২০২৫, ৬:৪২:০৫ অপরাহ্ন
আহমাদুল কবির, মালয়েশিয়া: মালয়েশিয়ায় অনলাইনে বিএনপির নতুন সদস্য নিবন্ধন কার্যক্রমে ব্যাপক সাড়া পড়েছে। প্রবাসী বাংলাদেশিদের আগ্রহে রাজধানী কুয়ালালামপুরের হানতুয়ায় রোববার আয়োজন করা হয় একটি বিশেষ অনুষ্ঠানের, যা সাজানো হয় সম্পূর্ণ অনলাইনভিত্তিক নিবন্ধন ও পেমেন্ট প্রক্রিয়া পরিচিত করার উদ্দেশ্যে।
সেচ্ছাসেবক দল মালয়েশিয়া শাখার সাংগঠনিক সম্পাদক হেলাল শিকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মালয়েশিয়া বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বর্তমান সহ-সভাপতি তালহা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন সহ-সাধারণ সম্পাদক কাজী সালাহ উদ্দিন।
এ ছাড়া অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস. এম. বশির আলম। সভাপতিত্ব করেন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আলী খান জুয়েল।
অনলাইনে সদস্য ফরম পূরণ ও পেমেন্ট সম্পন্ন করতে সার্বিক সহযোগিতা করেন দলের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন হৃদয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,সোহেল মাহমুদ, আল ইমরান, মঈন হোসেন, আখতার গাজী, তারেক সালাম, মোস্তফা কামাল, তোতা মিয়া, আলিম উল্লাহ, সোহেল, নুরুজ্জামান, আখতারুজ্জামান, আনোয়ার হোসেন, পলাশ তালুকদার, উত্তম কুমার, সুরুজ মিয়া, বেলায়েত হোসেন প্রমুখ।
প্রবাসীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন এই আয়োজন অনলাইনে বিএনপির সাংগঠনিক শক্তি আরও সুদৃঢ় করবে বলে নেতারা আশা প্রকাশ করেন।


