ফেঞ্চুগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
অনুপম নিউজ টোয়েন্টিফোর ডট কম প্রকাশিত হয়েছে : ১৩ নভেম্বর ২০২৫, ১০:৫৬:২৪ অপরাহ্ন
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি: সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ফেঞ্চুগঞ্জ থানাধীন নয়াবাজার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় পল্লব রায় (৪৫) নামে এক ওষুধ কোম্পানির বিক্রয়কর্মী নিহত হয়েছেন।
জানা যায়, বৃহস্পতিবার সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটের দিকে পালবাড়ি দিক থেকে দ্রুত গতিতে আসা ফেঞ্চুগঞ্জমুখী একটি মোটরসাইকেল রাস্তা পার হতে থাকা এরিস্টোফার্মা কোম্পানির বিক্রয়কর্মী পল্লব রায়কে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে দ্রুত ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুইজন রাফি ও মোহন আহত হন। তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মৃত পল্লব রায়ের বাড়ি সুনামগঞ্জ জেলার মধ্যনগর থানার গলহা গ্রামে। বর্তমানে তিনি সিলেট মহানগরীর জালালাবাদ থানার হাওলাদারপাড়া এলাকায় বসবাস করতেন। তিনি এরিস্টোফার্মা কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন।



